আজকাল সারাবছরই কেনাকাটা চলতে থাকে। অনলাইনের যুগে শপিং করতে সব সময় যে বাড়ির বাইরে বেরোতে হবে এমন নয়। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর দুর্গাপুজা তার শ্রেষ্ঠ উৎসব। পুজোর আগমন বার্তা নিয়ে সেজে উঠেছে প্রকৃতি। নিমচাপের গেরো কাটিয়ে ঝলমলে হয়েছে আকাশ। সকাল হলেই আঙিনা জুড়ে শিউলি ফুলের মেলা। মাছ জুড়ে সাদা কাশের বন, খেতে সবুজের সমারোহ ডাক দিয়ে বলছে- ওরে আয় রে তবে, মাত রে সবে আনন্দে- পুজোর নতুর জামার অন্য রকম একটা গন্ধ থাকে। সারা বছর যতই কেনাকাটা হোক না কেন পুজোর সময় নতুন জামা কিনতে, উপহার পেতে বেশ লাগে। শুধু তাই নয় কাছের মানুষকে পুজোর সময় উপহার দিতেও ভাল লাগে।
মহালয়ার পর আজ প্রতিপদ। পুজোর আগে শেষ রবিবার। আর তাই শেষ মুহূর্তের কেনাকাটাও হবে জমিয়ে। এই পুজোর দিকে তাকিয়ে কত মানুষ বসে থাকেন। কত মানুষের সারা বছরের জীবিকা নির্বাহ হয় পুজোর সময়কার উপার্জন দিয়েই। আর তাই পুজোর শপিং করতে যাওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখা খুবই জরুরি।
এখন বঙ্গে সারাবছরই বর্ষাকাল। যদিও এবার পুজোয় বৃষ্টি হওয়ার কথা নেই কিন্তু আবহাওয়ার উপর ভরসা করা দায়। আর তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও সারা বছর লেগে থাকে। অনেকক্ষণ টাইট পোশাক পরে থাকলে ঘাম বেশি হয় সেই সঙ্গে শরীরেরও কষ্ট হয়। একই সঙ্গে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। আর তাই ঢিলেটালা পোশাক পরুন কেনার সময়ও তাই মাথায় রাখুন।
পুজোর জামা কিনতে গিয়ে অনেকেই উইন্টার কালেকশন কিনে ফেলেন। এবার বিশেষ কোনও জামার উপর শ্রাগ বা জ্যাকেট চাপিয়ে ফ্যাশন করতে গেলে পুজোতে আপনারই কষ্ট। ডেনিমের একেবারে পাতলা জ্যাকেট কিংবা সুতির প্রিন্টেড জ্যাকেট দেখতে খুবই ভাল লাগে। তবে তা ডিসেম্বরের শুরুর জন্য রাখুন। পুজোতে নয়।
সুতির পোশাকের কোনও বিকল্প হয় না। এতে ত্বক ও স্বাস্থ্য দুই বজায় থাকে। আর তাই সুতির পোশাক পরুন। ভাল মানের সিন্থেটিক থেকেও হতে পারে সমস্যা। ৯০ শতাংশ সুতির পোশাক কেনার চেষ্টা করুন। এতে ত্বকে একজিমার সমস্যাও এড়ানো যায়।
শুধু পুজোর কথা মাথায় রেখে নয়, সারাবছর পরতে পারবেন এমন পোশাকই বেশি করে কিনুন। খেয়াল রাখুন রঙের দিকেও। সকালের দকে গাঢ় রং, জাঁকজমকপূর্ণ পোশাক একদম ভাল লাগে না। আর তাই এই দুইয়ের মধ্যে ফারাক রাখুন।