Huma Qureshi: ধূসর ও হলুদ সিল্ক কাফতানে অপরূপা হুমা! দাম শুনলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 11, 2021 | 8:19 PM

ফ্যাশন দুনিয়ায় বলিউড তারকা হুমা কুরেশির জনপ্রিয়তা বেশ তুঙ্গেই। প্রতিটি পোশাকের সঙ্গেই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়ে। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে নয়া ফ্যাশন অবতারে তাঁকে দেখা গিয়েছে। ডিজাইনার হাউস কিউবিকের ধূসর ও হলুদ রঙের সিল্কের কাফতানে নিজেকে সাজিয়ে তুলেছিলেন হুমা। যে কোনও সময়ে আরামদায়ক পোশাকের চল রয়েছে ভারতে। ফটোশ্যুটের জন্য হুমার এই পোশাক কিন্তু সাধারণ থেকে […]

Huma Qureshi: ধূসর ও হলুদ সিল্ক কাফতানে অপরূপা হুমা! দাম শুনলে অবাক হবেন
হুমা কুরেশি

Follow Us

ফ্যাশন দুনিয়ায় বলিউড তারকা হুমা কুরেশির জনপ্রিয়তা বেশ তুঙ্গেই। প্রতিটি পোশাকের সঙ্গেই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নজর কাড়ে। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে নয়া ফ্যাশন অবতারে তাঁকে দেখা গিয়েছে। ডিজাইনার হাউস কিউবিকের ধূসর ও হলুদ রঙের সিল্কের কাফতানে নিজেকে সাজিয়ে তুলেছিলেন হুমা।

যে কোনও সময়ে আরামদায়ক পোশাকের চল রয়েছে ভারতে। ফটোশ্যুটের জন্য হুমার এই পোশাক কিন্তু সাধারণ থেকে বেশ গ্ল্যামারাস হয়ে উঠেছে। রেশম সিল্কের ধূসর কাফতান, পারে উজ্জ্বল হলুদ রঙ ও হাতের কাজ করা ব্রোচ দিয়ে কোমড়ে বেধেছিলেন তিনি। ছোট ছোট মিরর, মাল্কিকালারড পুঁতি, অ্যাঙ্কর থ্রেড, হালকা সবুদ রঙের মুক্তো দিয়ে বানানো ব্রোচটি বেশি নজর কেড়েছে।

২০০২ সালের ফারদিন খান অভিনীত রোমান্টিক চলচ্চিত্রের অভিনয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন হুমা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কুছ তুম কাহো। কুছ হাম কাহেন। টাইপ কি মর্নিং”

কাফতানের সঙ্গে সিলভার কানের দুল পরে অন্য মাত্রার লুক এনেছিলেন হুমা। সিলভার স্টিলেটোয় পোশাকের পাশাপাশি নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন অচিরেই। কার্ল হেয়ারে মিনিম্যাল মেকআপ লুককেই বেছে নিয়েছিলেন ফটোশ্যুটের জন্য।

আরও পড়ুন: Priyanka Chopra: দুবাইয়ের ইভেন্টে ‘স্বপ্নের রানী’র বেশে প্রিয়াঙ্কা চোপড়া! সাদা অ্যাবায়া শার্টে মঞ্চ উজ্জ্বল পিসির