লখনউ বিখ্যাত তার সুন্দর এবং সূক্ষ্ম রন্ধনপ্রণালীর জন্য তেমনই এখানকার চিকনকারির চাহিদাও রয়েছে বিশ্বজুড়ে। ভারতে যতরকম এমব্রয়ডারি রয়েছে তার মধ্যে জনপ্রিয় হল চিকনকারি। তৎকালীন রাজপরিবারেও এই চিকনকারির খুব চাহিদা ছিল। শেষ দু বছর আবারও ট্রেন্ডিংয়ে এই চিকনকারী। আমজনতা থেকে সেলেব্রিটি সকলেই পরছেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নুরজাহান ভারতে এই চিকনকারীকে জনপ্রিয় করেছিলেন বলে শোনা যায়। পারস্য থেকে এই সূক্ষ্ম কারুকার্য আসে আমাদের দেশে। সেই সময় অনেক পারস্যের সম্ভ্রান্ত ব্যক্তিরা মুঘল দরবারে এসেছিলেন। চিকনকারির কাজকে শ্যাডোওয়ার্কও বলা হয়। ফ্র্যাব্রিকের উপর সুঁচ দিয়ে খুব ধৈর্য্যের সঙ্গে কাজ করা হয়। ফার্সি শব্দ’চাকিন’ থেকে এসেছে এই চিকনকারি। মূলত মুঘল স্থাপত্যশিল্পের নিদর্শনই ধরা থাকে এই চিকনকারীর মধ্যে। মূলত শিফন, মসলিন, সিল্ক আর অরগ্যাঞ্জার উপর এই চিকনকারির কাজ করা থাকে। সুতির উপর ব্লক করেও করা থাকে চিকনকারীর কাজ। এখন সিক্যুইন, পুঁতি আর মিরর দিয়েও এই চিকনকারির কাজ করা থাকে।
চিকনের কাজ নিয়ে এখন নানা রকম এক্সপেরিমেন্ট হচ্ছে। গত দুবছর ধরে চিকনের কাজ করা কুর্তি, শাড়ি খুবই ট্রোন্ডিংয়ে। এই বছর সেলের বাজারেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই চিকনের কাজ করা কুর্তি, টপ। ট্রান্সপারেন্ট কুর্তির সঙ্গে আলাদা করে ইনারও দেওয়া থাকে। আর এই চিকনের কাজ করা কুর্তি দেখতেও লাগে খুব সুন্দর। অনলাইনে যেমন এখন অনেকে বিক্রি করছেন এই কুর্তি তেমনই কিন্তু দোকানেও পাওয়া যাচ্ছে। এই কুর্তি সেটেও কিনতে পাওয়া যায়। আবার শুধু কুর্তাও রয়েছে।
চিকনের কাজ করা কুর্তির দাম মোটামুটি ৫০০ টাকার মধ্যে। আবার গড়িয়াহাট, দক্ষিণাপণ, হাতিবাগান, এসপ্ল্যানেডের ফুটপাথেও পেয়ে যাবেন এই চিকনের কুর্তি। শাড়িতেও কিন্তু পেয়ে যাবেন এই চিকনের কাজ। আর সেক্ষেত্রে দাম পড়বে ২০০০ টাকার মতো। চিকনের কুর্তি নববর্ষে পরার জন্য অনেকেই কিনছেন। এই কুর্তির সঙ্গে জিন্স কিংবা সিগারেট প্যান্ট দেখতে বেশ ভাল লাগে। সঙ্গে কানে আফগানি বা ঝোলা দুল পরুন। পায়ে থাকুক জুতি। ব্যাস আপনার নববর্ষের সাজ কমপ্লিট। সঙ্গে কিন্তু চোখে কাজল পরতে ভুলবেন না।