Mimi Chakraborty: জন্মদিনে প্রেমের শহরে কেক কাটলেন মিমি, রংবাহারি পুলওভারে ছড়িয়ে দিচ্ছেন ভালবাসা

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 15, 2023 | 3:38 PM

Mimi Chakraborty's Fashion: গোলাপি রঙের প্যান্টের সঙ্গে কালো টপ আর মাল্টিকালার উলের জ্যাকেট চাপিয়েছেন মিমি। কানে ম্যাচিং গোলাপি ওভারসাইজ রিং, খোলা চুলে সামান্য কার্ল করা...

Mimi Chakraborty: জন্মদিনে প্রেমের শহরে কেক কাটলেন মিমি, রংবাহারি পুলওভারে ছড়িয়ে দিচ্ছেন ভালবাসা
মিমির প্যারিস ডায়েরি

Follow Us

নিজেকে ভালবাসার থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না। নিজেকে ভাল রাখার প্রাথমিক শর্তই হল সেল্ফ লভ। নিজেকে ভালরাখা যে কতখানি জরুরি তা সব সময় নানা ভাবে বুঝিয়ে দেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভালবাসার মাসেই জন্মদিন। আর তাই প্রেম দিবসের ঠিক আগেই শহর ছাড়লেন তিনি। উপস্থিত হলেন প্রেমের শহর, কবিতার শহর প্যারিসে। সেখানেই এবার জন্মদিনের কেক কাটলেন মিমি। ক্যালেন্ডারের পাতা বলছে ৩৪-এ পা দিলেন তিনি। ১১ ফেব্রুয়ারি ছিল তাঁর জন্মদিন। তার আগে প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন। মিমির পোস্ট করা ছবি ভিডিয়ো দেখে অনেকেই মিল পেয়েছেন নেটফ্লিক্সের সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সঙ্গে। তাই পোস্টে কমেন্ট করে কেউ কেউ লিখলেন- ‘মিমিলি ইন প্যারিস’। প্রথমে অনেকেই ভেবেছিলেন যে কোনও ছবির শ্যুটিং করতেই প্যারিসে গিয়েছেন তিনি। পরে অবশ্য মিমি নিজেই খোলসা করে বলেন যে নিছক জন্মদিন উদযাপন করতেই তাঁর প্যারিস ভ্রমণ।

গোলাপি রঙের প্যান্টের সঙ্গে কালো টপ আর মাল্টিকালার উলের জ্যাকেট চাপিয়েছেন মিমি। কানে ম্যাচিং গোলাপি ওভারসাইজ রিং, খোলা চুলে সামান্য কার্ল করা। চোখে আইলাইনার। সব মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। হাতে নামী ব্র্যান্ডের কালোব্যাগ, পায়ে সাদা স্নিকার্স। সব মিলিয়ে চূড়ান্ত ফ্যাশনিস্তা লাগছে মিমিকে। এমনিই মিমির ফ্যাশান্স সেন্স দারুণ। দেশ বিদেশের ফ্যাশানের খবরও তিনি রাখেন। এমন পোশাকে তাঁকে দেখতেও লাগছে খুব ভাল। বাহারি এই উলেন জ্যাকেটেই জন্মদিনের আগের সন্ধ্যায় ঘুরে বেড়ালেন মিমি। কেকও কাটলেন। সেই ছবি ফরাসি ভাষায় পোস্ট করে লিখলেন- ‘তোমাদের সকলকে খুব ভালবাসি’। তবে জন্মদিনের সন্ধ্যায় মিমি যে পোশাক পরলেন তার স্পষ্ট ছবি এখনও পোস্ট করেননি। সেই পোশাকের রং যে কালো ছিল তা বোঝা গিয়েছে। পরদিন বিস্কুট রঙের একটি কো-অর্ড সেট পরেছিলেন মিমি। একই রঙের সোয়েটার, প্যান্টস এবং টপ। এই আউটফিটেও খুব ভাল লাগছিল তাঁকে। অন্য একদিন আবার ধরা দিলেন সাদা-কালো সোয়েটারে।

এই প্রতি ছবি দেখেই স্পষ্ট যে মিমি কতখানি উপভোগ করছেন তাঁর এই প্যারিস ট্রিপ। এছাড়াও প্রতিটি ছবিতে মিমি দিয়েছেন নিজেকে ভালবাসার বার্তা। নিজেকে ভালবাসলে তবেই যে খুশি থাকা যায় তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন। নিজেকে ভালবেসেই এবারের প্যারিস ট্রিপ তাঁর নিজেকে উপহার। ডায়েট ভুলে জমিয়ে ফরাসি খানা-পিনাও খাচ্ছেন অভিনেত্রী। ছবি, ভিডিয়ো দেখেছেন কি?

Next Article