গরমের দিন মানেই সুতির জামা, চোখে সানগ্লাস, মাথায় টুপি আর সানগ্লাস আবশ্যক। গরমের দিনে রোদের আঁচ থেতে পা বাঁচাতে অনেকেই ঢাকা জুতো পর্ন। আবার ফ্যাশনেবল কুর্তি, শাড়ির সঙ্গে স্যান্ডেলই কিন্তু দেখতে বেশি ভাল লাগে। বিশেষত কলেজ পড়ুয়াদের প্রথম পছন্দ হল এই কটনের কুর্তি, হাল ফ্যাশানের জুতো, সানগ্লাস আর কানে ঝুমকা দুল। সঙ্গে কাঁধে অবশ্যই স্টাইলিশ একটা ব্যাগ। এমন লুকে যে কোনও কলেজ পড়ুয়াকেই দেখতে খুব ভাল লাগে। আর এমন ফ্যাশান কিন্তু ভীষণ রকম পকেট ফ্রেন্ডলি। পকেটে মাত্র ৫০০ টাকা থাকলেই ফ্যাশান করা যায়। অনলাইনের রমরমায় এখন অধিকাংশই সারা বছর কেনাকাটা সারেন এই মাধ্যমেই। তবুও স্ট্রিট শপিংয়ে কোনও রকম ভাঁটা পড়েনি। বরং সস্তায় ফ্যাশনেবল পোশাক এখনও পাওয়া যায় এই সব মার্কেটেই।
হাতে দেখে, দরাদরি করে জিনিস কেনার মধ্যে অন্যরকম একটা আনন্দ থাকে। আর অনলাইন মানেই যে সব সময় সস্তা এমন ভাবার কোনও কারণ নেই। বরং কলকাতার এই সব মার্কেট ঘুরে সস্তাতেই জুতো, সানগ্লাস কিনে নিন এই সব জায়গা থেকে। সব পেয়েছির দেশ হল নিউমার্কেট। এই নিউমার্কেটে এমন কিছু নেই যা পাওয়া যায় না। পকেটে মাত্র ৫০০ টাকা থাকলেই হবে। আর এই টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর সাইড ব্যাগ, জুতো এবং সানগ্লাস। আর তাই শপিং এর লোভে দেশ-বিদেশের প্রচুর মানুষ শপিং করতে আসেন নিউ মার্কেটে। নিউমার্কেটে ১০০ টাকারও কম দামে এখন জুতো পাওয়া যাচ্ছে। স্যান্ডেল, পাম্প শ্যু, কভার শ্যু, হিল- পছন্দসই যে কোনও জুতোরই দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। জুতো তো হল গরমের দিনে এবার সানগ্লাস চাই চাই। রোদের হাত থেকে যেমন চোখকে রক্ষা করে তেমনই স্টাইলিশও লাগে।
শাড়ি, জামা, জিন্স যাই পরা হোক না কেন সঙ্গে একটা সানগ্লাস থাকলে পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। ১০০ টাকায় যখন সানগ্লাস পাওয়া যাচ্ছে তখন কয়েকটা কিনে রাখতে ক্ষতি নেই। ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবেন। চৌকো শেপ বা গোল শেপ- মুখের সঙ্গে যেমন সানগ্লাস মানাবে বেছে বুছে তেমনই কিনে নিন। নিউ মার্কেট ছাড়াও ক্যানিং স্ট্রিট, শিয়ালদা আর খিদিরপুরেও কিন্তু পাবেন পছন্দসই সানগ্লাস।
জুতো , সানগ্লাস তো হল এবার সঙ্গে একটা ব্যাগ চাই। এমনিই চৈত্র সেলে দোকানে দোকানে ছাড় চলছে। কিন্তু নিউ মার্কেট হল ব্যাগের স্বর্গরাজ্য। এখানে ব্যাগের যা কালেকশন পাবেন আর যে দামের মধ্যে পাবেন তা আর কোথাও পাবেন না। তাই আর দেরি কেন, শনিবার হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন শপিংয়ে। পছন্দমতো ব্যাগ, জুতো, সানগ্লাস আগে ভাগেই কিনে আনুন।