Poila Baisakh Fashion: নববর্ষের রঙিন সাজ, কীভাবে পরবেন শাড়ি রইল শেষ মুহূর্তের টিপস

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 14, 2023 | 6:41 PM

Saree Fashion: সকালে বন্ধুদের সঙ্গে ব্রাঞ্চে যাবেন কিংবা দুপুরের স্পেশ্যাল লাঞ্চে? তাহলে বেছে নিন মনামীর মতো নীল রঙের এই শাড়ি বা মিমির মতো লাল রঙের এই কাতান বেনারসিটি

Poila Baisakh Fashion: নববর্ষের রঙিন সাজ, কীভাবে পরবেন শাড়ি রইল শেষ মুহূর্তের টিপস
শাড়িতেই সাজুন মনের মত করে

Follow Us

সেলের কেনাকাটার আজই শেষদিন। বাজার জুড়ে তাই হইহই ব্যাপার। শেষ মুহূর্তে সস্তায় বেডশিট, ফতুয়া, শাড়ি, টপ, নাইটি, কাপ প্লেট, বোতল কিনতে ভিড় জমিয়েছেন মানুষ। বছরভর যতই কেনাকাটা করা হোক না কেন চৈত্র সেলে যা ছাড় থাকে তা বছরের অন্য কোনও সময় থাকে না। এছাড়াও এখন অনেকেই অনলাইনে কেনাকাটা করেন। তবে এই হাতে ধরে, দরাদরি করে কেনা আর বাড়ি বসে মোবাইলে অর্ডার দেওয়ার মধ্যে কিন্তু ফারাক থাকে।  রাত পোহালেই শুরু নতুন বছর। বছরের শেষদিনে বাড়ি ঘর ঝাড়াঝাড়িও হয়ে গিয়েছে। কাল সকালে পুজো দিয়ে তবেই শুরু হবে বৈশাখের প্রথম দিনের। এবার নববর্ষ বলে কথা, তাই সাজুগুজু তো হবেই। ছাপা শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি- এই সবই নববর্ষের ট্র্যাডিশন্যাল শাড়ি।

অনেকেই কাল সুতির শাড়িতে সাজবেন। আবার অনেকে নিজের পছন্দমতো শিফন, ডিজাইনার শাড়ি, অরগ্যাঞ্জা এরকম শাড়িও পরবেন। এই দিনটা শাড়ি পরার জন্য এক্কেবারে পারফেক্ট। আর তাই শাড়িতেই হয়ে উঠুন সকলের মধ্যমণি। গরমের দিনে হালকা শাড়ি আর রঙিন শাড়িতেই দেখতে বেশি ভাল লাগে। নীল, হলুদ, সবুজ, পিংক, লাল এই সব রঙের শাড়ি যে কোনও অনুষ্ঠানে পরতে ভাল লাগে। সকালে বন্ধুদের সঙ্গে ব্রাঞ্চে যাবেন কিংবা দুপুরের স্পেশ্যাল লাঞ্চে? তাহলে বেছে নিন মনামীর মতো নীল রঙের এই শাড়ি বা মিমির মতো লাল রঙের এই কাতান বেনারসিটি। নীল রঙ সব সময়ের জন্যই সুন্দর। আর গরমের দিনে ঘন নীল রঙে একটা কুলিং এফেক্টও থাকে। নীল রঙের স্লিভলেস ব্লাউজ দিয়ে পরতে পারেন এই নীল রঙের বাঁধনি প্রিন্টের জর্জেট শাড়ি। আবার গরমের দিনে রোদের হাত থেকে বাঁচতে এরকম ট্রান্সপারেন্ট ফুলস্লিভ ব্লাউজও পরতে পারেন। সেই সঙ্গে চুলে উঁচু করে খোঁপা বেঁধে নিতে পারেন।

গরমে আরাম পাবেন আর এমন শাড়ির সঙ্গে একটা ছোট দুল পরে নিলেই সাজ কমপ্লিট। যখন এরকম হালকা অথচ সুন্দর নকশার শাড়ি পরছেন তখন অতিরিক্ত কোনও গয়নার প্রয়োজন পড়ে না। গোলাপি রং যে কোনও বয়সের যে কোনও মহিলাকে সুন্দর লাগে। নববর্ষের রাতে বৈঠকী আড্ডায় এমন গোলাপী রঙের শাড়ি বেছে নিতে পারেন। তনুশ্রীর স্টাইলে চুলে খোঁপা করে নিন। দু হাতে থাক দু গাছা কাঁচের চুড়ি। ম্যাচিং হার দুলের সেট আর একটু লিপস্টিক ঠোঁটে বুলিয়ে নিলেই আপনি তৈরি নববর্ষের সন্ধ্যের জন্য।

Next Article