সম্প্রতি প্যারিসে গ্লোবাল সিটিজেন লাইভ ইভেন্টে অংশ নিয়েছিলেন গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রসঙ্গত তিনি এই শো-টি হোস্ট করেছিলেন। সেই ইভেন্টের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে খোদ প্রিয়াঙ্কা। শোতে যাওয়ার আগেই তিনি ইন্সটাগ্রামে নিজের ফ্যাশনেবল ও অসাধারণ একটি ড্রেসের ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশেন লিখেছেন ‘ইভনিং ইন প্য়ারিস’। ওই গ্লোবাল ইভেন্টে সঞ্চালকের ভূমিকার জন্য তিনি বেছে নিয়েছিলেন আর্থ-থিমযুক্ত পোশাককে বেছে নিয়েছিলেন।
গ্লোবাল সিটিজেন লাইভ অনুষ্ঠানে আইফেল টাওয়ারকে ব্যাকগ্রাউন্ডে রেখে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রাক্তন বিশ্বসুন্দরী ক্যাপশনে লিখেছেন প্যারিসে একটি সন্ধ্যে। এই ইভেন্টের জন্য প্রিয়াঙ্কা সাজাতে সাহায্য করেছিলেন লেন্ড রোচ, যিনি জেন্ডায়ার সঙ্গে কাজ করেন। তিনি মূলত প্রিয়াঙ্কার গোটা স্টাইলটি করেছিলেন। অন্যদিকে চুল ও মেকআপ সামলেছেন লরি জ্যানোলিটি ও মর্গ্যান মার্টিনি।
নিউ ইয়র্ক-বেসড ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা অসাধারণ অর্থ-থিমের পোশাকটিকে গ্লোবাল সিটিজেন লাইভ ইভেন্টের জন্য বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। রাতের অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কার বেম্পোক জ্য়াকওয়ার্ড গাউনটি আইস ব্লু, সবুজ ও কালোর রঙের খেলা রয়েছে। জাঁকজমক এই পোশাকে বেশিরভাগটাই মসৃণ। স্কার্টে নিখুঁত প্য়াটার্নের ফুল ও পাতার মোটিফ গুলি অন্যতম আকর্ষণের ছিল।
স্ট্র্যাপি ও ব্যাকলেশ গাউনটি হল্টার নেকলাইন ছিল। বডি ও স্কার্টটি আইস ব্লু রঙের প্যাটার্নের সঙ্গে বেল্টের একটি অংশ ছিল। এই তারকার কানে ছিল সোনার হুপদুল ও ওয়েভি কার্ল হেয়ার স্টাইল। গোলাপী লিপস্টিকের শেড, উজ্জ্বল ত্বকের জন্য প্রিয়াঙ্কা মিনিম্যাল মেক-আপই বেছে নিয়েছিলেন।
আরও পড়ুন: Parineeti Chopra: মলদ্বীপে লাল বিকিনি ও সাদা জাম্পস্যুটে বোল্ড লুকে পরিনীতি! দেখুন একঝলকে…