Richa Chadda Fashion: টিআইএফএফ-এর অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করল রিচা চাড্ডার এই শাড়ি!

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 06, 2021 | 6:47 AM

রিচা এথনিক ভারতীয় শাড়িকে একটা সেক্সি টুইস্ট দিয়েছেন। ছবিগুলিতে ডিভা একটি নিখুঁত ছয় গজের শাড়ি পরেছেন। যার বেসে ধূসর রঙ ছিল। শাড়ির মধ্যে চৌকো চৌকো প্যাটার্ন করা ছিল।

Richa Chadda Fashion: টিআইএফএফ-এর অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করল রিচা চাড্ডার এই শাড়ি!

Follow Us

তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র এ বছর এক রকমের ফিল্ম ম্যারাথন করে ফেলেছে। তাদের এই প্রচেষ্টা যদিও ভারতীয় চলচ্চিত্র সংস্কৃতির ওপর একটা ভাল প্রভাব ফেলবে। টিআইএফএফ-এর প্ল্যাটফর্মে এ বছর ‘দ্য সিল্ক রোড পার্ল’ স্লোগানের মাধ্যমে ‘পিস, এনলাইট্মেন্ট অ্যান্ড প্রোগ্রেস’-এর উদযাপন করা হয়েছিল।

যদিও এখানে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার শাড়িতে মোড়া চেহারা সবাইকে বাকি বিষয়ের তুলনায় বেশি পরিমাণে আকৃষ্ট করেছিল। তাঁর সাহসী এবং মনোমুগ্ধকর চেহারায় টিআইএফএফ-এ নজর কেড়েছিলেন রিচা। তিনি মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি নিখুঁত ব্যাকলেস শাড়ি বেছে নিয়েছিলেন এই অনুষ্ঠানের জন্য।

তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রিচা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা গেছে যে তিনি এথনিক ভারতীয় শাড়িকে একটা সেক্সি টুইস্ট দিয়েছেন। ছবিগুলিতে ডিভা একটি নিখুঁত ছয় গজের শাড়ি পরেছেন। যার বেসে ধূসর রঙ ছিল। শাড়ির মধ্যে চৌকো চৌকো প্যাটার্ন করা ছিল। এই প্যাটার্নগুলো চকচকে সোনালি রঙের ছিল যা ধূসর শাড়ির ওপর অসাধারণ নিখুঁতভাবে ফুটে উঠেছিল। রিচা এটি একটি বাদামী রঙের সাটিন ব্লাউজ পরেছিলেন। ব্লাউজটি খুব শৌখিন আর সূক্ষ্ম স্ট্র্যাপ, একটি গভীর নেকলাইন এবং ব্যাকলেস হওয়ায় রিচার লুককে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল।

রিচা চুলের একটা অংশকে পিঠের ওপর ফেলে রাখেন। তিনি হাউস অফ শিখা থেকে একজোড়া কালো টিয়ারড্রপ কানের দুল এবং একটি আঙুলের আংটি বেছে নিয়েছিলেন যা তাঁর গয়নার সাজকে সম্পূর্ণ করেছিল। গাঢ় লাল লিপস্টিক, হাইলাইট করা গাল, কাজল দেওয়া চোখ, কালো-আইলাইনার, বাদামী আই শেড দিয়ে রিচা তাঁর মেকআপ শেষ করেছিলেন।

শাড়িটি ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার লেবেল থেকে সংগ্রহ করা হয়েছে। পোশাকের নকশা এবং ফ্যাশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করার জন্য মনীশ বরাবরই সুপরিচিত। দ্য ব্রাইডাল এডিট অফ নূরানিয়াত হল মনীশ মালহোত্রার ব্রাইডাল পোশাকের একদম নতুন কালেকশন। সূক্ষ্ম কারুকার্য এবং জটিল উপাদানে বুনন করা মণীশ মালহোত্রার ব্রাইডাল কালেকশন ২০২১ আকর্ষণীয় রঙ নিয়ে এসেছে। রিচা চাড্ডার এই স্টাইল করেছিলেন সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট আনিশা গান্ধী এবং রোশেল ডি’সা সিয়েমিওং।

এই শাড়ির আসল বৈশিষ্ট্য ছিল এর অস্বচ্ছ লুক। এটাই রিচাকে অন্যান্য ফ্যাশন উৎসাহীদের কাছে আলাদা করে দিয়েছিল। রিচার নতুন কোনও কাজ আসছে কি না সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

আরও পড়ুন: Konkona Sensharma Fashion: পারফেক্ট টিল-ব্লু শাড়ি আর ফ্লোরাল প্রিন্টের ব্লাউজের ক্লাসি লুকে কঙ্কনা সেনশর্মা, দেখে নিন একঝলকে…

আরও পড়ুন: Alaya F Fashion: মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে বিকিনির রকমারি কালেকশনে নজর কাড়লেন আলায়া এফ…

Next Article