Konkona Sensharma Fashion: পারফেক্ট টিল-ব্লু শাড়ি আর ফ্লোরাল প্রিন্টের ব্লাউজের ক্লাসি লুকে কঙ্কনা সেনশর্মা, দেখে নিন একঝলকে…

ব্লাউজটির দাম কত জানেন? চমকে উঠবেন দাম শুনলে...

| Edited By: | Updated on: Oct 05, 2021 | 4:15 PM
বাংলা থেকে মুম্বই, অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার অভিনয়ের দক্ষতা সম্পর্কে ইতিমধ্যেই সবার জানা। কিন্তু অভিনেত্রীর ফ্যাশান নিয়ে কথা বলতে হলে আলোচনায় প্রথমেই আসবে শাড়ির কথা। অভিনেত্রীর শাড়ি লুকগুলি একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর। শাড়ি না হলে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলে আপনি পরিস্কার বুঝবেন, অভিনেত্রী এথনিক লুকে একটু বেশি স্বাচ্ছন্দ। আপনি কি ইন্স্টাগ্রামে অভিনেত্রীর শেষ পোস্টটি দেখেছেন? কঙ্কনার ফ্যাশানে টিল ব্লু রঙের শাড়ি এবং সঙ্গে ফ্লোরাল ব্লাউজ, ফ্যাশানে আরেকটা নতুন মাত্রা পেয়েছে এই সাজ। সব কাজেই পটু অভিনেত্রী দুটো ছবিতে নিজের একান্তযাপনের কিছু লুক সেট করেছেন।

বাংলা থেকে মুম্বই, অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার অভিনয়ের দক্ষতা সম্পর্কে ইতিমধ্যেই সবার জানা। কিন্তু অভিনেত্রীর ফ্যাশান নিয়ে কথা বলতে হলে আলোচনায় প্রথমেই আসবে শাড়ির কথা। অভিনেত্রীর শাড়ি লুকগুলি একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর। শাড়ি না হলে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলে আপনি পরিস্কার বুঝবেন, অভিনেত্রী এথনিক লুকে একটু বেশি স্বাচ্ছন্দ। আপনি কি ইন্স্টাগ্রামে অভিনেত্রীর শেষ পোস্টটি দেখেছেন? কঙ্কনার ফ্যাশানে টিল ব্লু রঙের শাড়ি এবং সঙ্গে ফ্লোরাল ব্লাউজ, ফ্যাশানে আরেকটা নতুন মাত্রা পেয়েছে এই সাজ। সব কাজেই পটু অভিনেত্রী দুটো ছবিতে নিজের একান্তযাপনের কিছু লুক সেট করেছেন।

1 / 3
সামনেই অ্যামজন প্রাইমে কঙ্কনা সেনশর্মা অভিনীত মুম্বই ডাইরিস ২৬/১১ আসছে। কঙকনার চরিত্রের নাম চিত্রা দাস। তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোহিত রানা। সেই ওয়েব সিরিজের জন্যই একটা ফোটোশ্যুট হল মঙ্গলবার। সেখানেই ব্যান্ড মাকুর এই টিল ব্লু শাড়িটা পড়েছিলেন অভিনেত্রী। প্লেইন এক রঙের এবং উজ্জ্বল শাড়িতে একেবারেই অন্যরকম লাগছিল কঙ্কনা।

সামনেই অ্যামজন প্রাইমে কঙ্কনা সেনশর্মা অভিনীত মুম্বই ডাইরিস ২৬/১১ আসছে। কঙকনার চরিত্রের নাম চিত্রা দাস। তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোহিত রানা। সেই ওয়েব সিরিজের জন্যই একটা ফোটোশ্যুট হল মঙ্গলবার। সেখানেই ব্যান্ড মাকুর এই টিল ব্লু শাড়িটা পড়েছিলেন অভিনেত্রী। প্লেইন এক রঙের এবং উজ্জ্বল শাড়িতে একেবারেই অন্যরকম লাগছিল কঙ্কনা।

2 / 3
মনোক্রোম শাড়ির সঙ্গে উজ্জ্বল রঙের ফ্লোরাল ব্লাউজ এবং সঙ্গে রূপোলি গয়নায় বেশ মানিয়েছে নায়িকাকে। জাঙ্ক রূপোলি কানের ঝুমকো, ভারি আঙটি, ডার্ক লিপস্টিক আর নিউড মেক আপে তিনি নিজেকে সম্পূর্ণভাবে গ্রে চরিত্রের মতো করে নিজেকে সাজিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। তবে ব্লাউজটির দাম কত জানেন?চমকে উঠবেন দাম শুনলে। ব্লাউজটির দাম ৫২৬৪ টাকা।

বাঙালির দুর্গাপুজো মানেই এথনিক সাজ, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শাড়ি। তাই পুজোর আগে কঙ্কনার এই শাড়ি লুক কিন্তু বেশ কাজেই লেগে যাবে আমজনতার। এছাড়াও আপনার পুজোর সাজের জন্য কঙ্কনা সেনশর্মার ইনস্টাগ্রামটা একবার দেখে নিতে পারেন...

মনোক্রোম শাড়ির সঙ্গে উজ্জ্বল রঙের ফ্লোরাল ব্লাউজ এবং সঙ্গে রূপোলি গয়নায় বেশ মানিয়েছে নায়িকাকে। জাঙ্ক রূপোলি কানের ঝুমকো, ভারি আঙটি, ডার্ক লিপস্টিক আর নিউড মেক আপে তিনি নিজেকে সম্পূর্ণভাবে গ্রে চরিত্রের মতো করে নিজেকে সাজিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। তবে ব্লাউজটির দাম কত জানেন?চমকে উঠবেন দাম শুনলে। ব্লাউজটির দাম ৫২৬৪ টাকা। বাঙালির দুর্গাপুজো মানেই এথনিক সাজ, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শাড়ি। তাই পুজোর আগে কঙ্কনার এই শাড়ি লুক কিন্তু বেশ কাজেই লেগে যাবে আমজনতার। এছাড়াও আপনার পুজোর সাজের জন্য কঙ্কনা সেনশর্মার ইনস্টাগ্রামটা একবার দেখে নিতে পারেন...

3 / 3
Follow Us: