বাংলা থেকে মুম্বই, অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার অভিনয়ের দক্ষতা সম্পর্কে ইতিমধ্যেই সবার জানা। কিন্তু অভিনেত্রীর ফ্যাশান নিয়ে কথা বলতে হলে আলোচনায় প্রথমেই আসবে শাড়ির কথা। অভিনেত্রীর শাড়ি লুকগুলি একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর। শাড়ি না হলে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলে আপনি পরিস্কার বুঝবেন, অভিনেত্রী এথনিক লুকে একটু বেশি স্বাচ্ছন্দ। আপনি কি ইন্স্টাগ্রামে অভিনেত্রীর শেষ পোস্টটি দেখেছেন? কঙ্কনার ফ্যাশানে টিল ব্লু রঙের শাড়ি এবং সঙ্গে ফ্লোরাল ব্লাউজ, ফ্যাশানে আরেকটা নতুন মাত্রা পেয়েছে এই সাজ। সব কাজেই পটু অভিনেত্রী দুটো ছবিতে নিজের একান্তযাপনের কিছু লুক সেট করেছেন।