আপাতত বেবিমুনে দারুণ ব্যস্ত বলিউডের নায়িকা সোনম কাপুর (Sonam Kapoor)। জন্মদিনে নিজেই নিজেকে উপহার হিসেবে দারুণ ও সাহসী ফটোশ্যুট (Pregnancy Photoshoot) করলেন তিনি। সঙ্গে সবসময়ের সঙ্গী স্বামী আনন্দ আহুজা। সম্প্রতি সাত মাসের অন্তঃসত্ত্বা সোনম কাপুর বিখ্যাত ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার অসাধারণ একটি পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন। ফটোশ্যুটের জন্য বেছে নিয়েছিলেন একটি আইভরি রঙের খুল সুন্দর একটি ডিজাইনার ব্লাউজ ও স্কার্ট। পুরো স্টাইলটির পিছনে ছিলেন সোনমের বোন রিয়া কাপুর। ইন্সটাগ্রামে সোনমের ছবি শেয়ার করতে না করতে তা ভাইরাল হয়ে যায়। ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত সোনমের প্রশংসা করে ডিজাইনার একটি ছোট করে নোটও লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মাতৃত্বের জন্য তাকে অনেক শুভেচ্ছা।’
প্রেগন্যান্সি ফটোশ্যুট এখন আর অপরিচিত নয়। সেলেব থেকে সাধারণ সকলেই নিজেদের মত করে ফ্যাশনেবল পোশাকে বেবি বাম্প প্রকাশ করছেন। ফ্যাশনিস্তা সোনম কাপুর তাঁর অনুভূতি চেপে রাখতে পারেননি। ফ্যাশনের প্রতি তাঁর বালবাসার কথা তো জানাই ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় এমন সাহসী লুক যে ডতাঁর মাতৃত্বের শোভাকে আরও দ্বিগুণ করে তুলবে, তা নিজেও বোঝেননি। রয়্যাল বোল্ড লুকের জন্য তিনি ডিজাইনার আবু জানি খোসলার আউটফিট পরেছিলেন। প্রেগন্যান্সি ফটোশ্যুটের জন্য সেই পোশাকেই বেবি বাম্প আগলে রেখে ক্য়ামেরায় পোজ দিয়ে গিয়েছেন।
এর আগেও ইন্সটাতে বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট করেছিলেন। এবারের ফটোশ্যুটের জন্য সাটিনের স্কার্ট-সহ একটি ব্লাউজ পরেছিলেন। সঙ্গে দীর্ঘ ট্রেলিং মাল্টি-প্যানেল-যুক্ত আউটফিট বেছে নিয়েছিলেন। পোশাকের মধ্যে থেকেই তাঁর বেবি বাম্প স্পষ্ট। ব্লাউজটি অফ হোয়াইট রঙের উপর মুক্তোর সুন্দর কাজ করা। ক্যামোইস সাটিন স্কার্টে সূক্ষ্ম সিকুইন ও মুক্তোর শোভায় সোনমের দ্যূতি যেন ঠিকরে বেরিয়েছে। স্টাইলের জন্য কাঁধে ড্রপ করা একটি হ্যান্জ এমব্রয়ডারি করা স্টেটমেন্ট পার্ল কলার নিয়েছিলেন। হেয়ারস্টোতেও ছিল মুক্তো পিন। স্টেটমেন্ট আংটি ও কানের স্টাড। মাঝখানে চুলের বিনুনির স্টাইল, কালো আইলাইনার, ন্যুড লিপশেড, মাস্কারার ঝলকের মধ্যেই মাতৃত্বকালীন উজ্জ্বল ত্বকের ঝিলিক চোখে পড়েছে। তবে পোশাকের চাকচিক্যের মধ্যেও উঁকি দিচ্ছিল সোনমের বেবি বাম্প। যদিও এখন সবকিছুর কেন্দ্রবিন্দুই তাকে ঘিরে।
ইন্সটাতে সোনমের ফ্যাশন সেন্স ও সৌন্দর্য নিয়ে আবু জানি ও সন্দীপ খোসলা ক্য়াপশনে হৃদয় ছুঁয়ে যাওয়া কথা লিখেছেন, ‘আমরা সকলেই এই ফুটফুটে মেয়েটিকে ভালবাসি। ফ্যাশনের প্রতি তার নিরলস আবেগ সবসময় বিদ্যমান। এই অবস্থাতেও তার ফ্যাশন নিয়ে ছেলেখেলা ভীষণভাবে চোখে পড়ে। নির্ভীক, স্বাধীনচেতা এই মেয়েটি প্রতিবার নিজের মত করে মেলে ধরে। আনন্দ, উদ্বেগ, উষ্ণতা সবকিছু নিয়ে আলাদা এক পরিবেশ সৃষ্টি করেছেন। মাতৃত্বের চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়েও এক নয়া পালক যোগ করেছেন তিনি। প্রতিটি পদক্ষেপে সোনম যেন আরও শক্তিশালী ও উজ্জ্বল হয়েওঠে, সেটাই কাম্য। আমরা তাকে আগাম শুভেচ্চছা জানাই। সোনম যে আমাদের জন্য কতটা মূল্যবান তা বলে বোঝানো যাবে না।’