Fashion Sunday: নীল-তৃণার Couple Goals, খুনসুটির এমন মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুলবেন না আপনিও

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jun 26, 2022 | 3:15 PM

Matching Couple Outfits: কুল-ক্যাজ লুক ভাল, তবে সবক্ষেত্রেই যে তা ভাল লাগে এমনটা নয়। বেনারসি কিংবা যে কোনও ট্র্যাডিশন্যাল শাড়ির সঙ্গে কোট-স্যুট দেখতে বড়ই বেমানান- এটা অধিকাংশ ছেলেই বুঝতে চান না

Fashion Sunday: নীল-তৃণার Couple Goals, খুনসুটির এমন মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুলবেন না আপনিও
নিজেদের এমন মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুলবেন না যেন...

Follow Us

এই মুহূর্তে টলিউডের ‘Most Charming’ জুটি হল তৃনীল। অর্থাৎ তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। কাজ, ব্যস্ততা, ফটোশ্যুট, বন্ধুত্ব, উইকএন্ড ট্রিপ কোনও কিছুই বাদ নেই রোজনামচায়। তবুও Couple Goals-এ তাঁদের ঠেকায় কার সাধ্যি। হাজারো ব্যস্ততার পরও দিব্যি চনমনে দুজনে। সারাক্ষণ একে অন্যের লেগপুল করেই চলেছেন। ইন্সটা রিল বানানোয়  জুটিতে একেবারে ‘মাস্টার্স’ করে নিয়েছেন। ফিটনেস হোক বা ফ্যাশান কোথা এতটুকুও খামতি নেই তাঁদের তা মালুম হয় জুটির ইন্সটা পাতায় একবার ঘুরে আসলেই। নিজেদের বিয়েতেও প্রতিটি অনুষ্ঠানে দারুণ দারুণ পোশাক বেছেছিলেন তাঁরা। এনগেজমেন্ট, গায়ে হলুদ, বিয়ে থেকে রিসেপশন সবেতেই ছিল সুন্দর কো-অর্ডিনেশন। এছাড়াও বেড়াতে গেলেও তাঁদের দুজনের পোশাকের মধ্যে থাকে সাযুজ্য। কখনও ম্যাচিং করে এক রঙের পোশাক পরেন আবার কখনও একই স্টাইলের পোশাক পরেন। অধিকাংশ ক্ষেত্রেই যা কাপলদের ক্ষেত্রে দেখা যায় না

মিক্স অ্যান্ড ম্যাচ করে পোশাক পরলে যে দেখতে মোটেই খারাপ লাগে না তা এখনকার অধিকাংশ ছেলেই বুঝতে চান না। ছেলেদের ধারণা যেমন-তেমন পোশাক পরলেই হল। কুল-ক্যাজ লুক ভাল, তবে সবক্ষেত্রেই যে তা ভাল লাগে এমনটা নয়। বেনারসি কিংবা যে কোনও ট্র্যাডিশন্যাল শাড়ির সঙ্গে কোট-স্যুট দেখতে বড়ই বেমানান- এটা অধিকাংশ ছেলেই বুঝতে চান না। আর তাই আজকের স্পেশ্যাল টিপস সেই সব অবুঝ কাপলদেরই জন্য।

যুগের পর যুগ ধরে নীলের পাশে বসছে লাল। এই লাল-নীলের জুড়ি দেখতেও বেশ ভাল লাগে। শাড়ি আর পাঞ্জাবিতে যদি জোড়ে কোথাও যান তাহলে কিন্তু নীল-তৃণার মত এই কম্বিনেশন করতে পারেন আপনিও। নীল প্রিন্টেড হ্যান্ডলুমের সঙ্গে লাল বোটনেক স্লিভলেস ব্লাউজ পরেছেন তৃণা। নীলের পরনে সাধারণ লাল কটন পাঞ্জাবি। একেবারে এই সাধারণ লুকে দুজনকেই কিন্তু বেশ লাগছে। বিশেষত বর্ষার দিনে নীল রং ভীষণ মানায় যে কোনও কাউকে। যদি দুপুরের কোনও অনুষ্ঠান থাকে বা বাড়ির বিশেষ পুজো-পার্বণ সেখানেও শাড়ি-পাঞ্জাবিতে সাজতে পারেন এই তারকা জুটির মতো। সাদা পাঞ্জাবি, ডিপ ইউ কাটের সাদা স্লিভলেস ব্লাউজ আর স্ট্রাইপ ক্রেপ শাড়িতে সুন্দর মানিয়েছে তৃণাকে। বয়স আর পোশাকের সঙ্গে মানানসই সিলভার ঝুমকা পরেছেন তৃণা। আলগোছে হাতখোঁপা আর দুজনের আদুরে দুষ্টুমি এই ছবির উষ্ণতা বাড়িয়ে দিয়েছে অনেকখানি। পোশাক আর ফ্যাশান যে প্রভাব ফেলে সম্পর্কেও তা কিন্তু বেশ বোঝা যায় নীল-তৃণাকে দেখে।

রবিবার, ছুটির দিন তার উপর এমন বৃষ্টির ওয়েদার। বিকেলে দুজনে মিলে লং ড্রাইভে বা কোনও পছন্দের কোনও পাব-ক্যাফেতে গিয়ে সময় কাটিয়ে আসুন। তবে তৃনীলের মত ‘ট্যুইনিং’ করতে কিন্তু ভুলবেন না। যদি ব্ল্যাকের শেডস বাছেন তাহলে দুজনেই ব্ল্যাক পরুন। ফ্রন্ট স্লিট ব্ল্যাক টিউনিকের সঙ্গে সিলভারের ওভারসাইজড ইয়ার রিং পরেছেন তৃণা। রোজ গোল্ড আর ব্ল্যাক স্ট্রাইপে স্যুট টাইতে দিব্যি ফিট নীল। এরপর তাঁদের মজার ক্যারিক্যাচার ফ্রেমবন্দি করতেও কিন্তু ভোলেননি। সব মিলিয়ে জমজমাট সানডে। শহরের প্রথম বৃষ্টিকে স্বাগত জানাতে একটু না হয় প্রেমিকার মন যুগিয়েই চললেন…

Next Article