Swastika Mukherjee: জবা-আকন্দর মালা গোলাপের ক্রাউন মরাঠি নথে ‘ফুলনদেবী’ স্বস্তিকা, ছবি দেখলে মন ভরবে আপনারও
Swastika's Fashion: এমন সুন্দর হ্যান্ডলুমের শাড়ি, দারুণ কলমকারি মলাটের একখানা ডায়েরি. পুরনো দিনের কাঠের সেই বই এর তাক- সব মিলিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডও বড্ড মায়াবী
শাড়ি নিয়ে বরাবরই নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু শাড়ি নয় স্বস্তিকা তাঁর হেয়ার কাটিং নিয়েও নানা চমক দেন। তাঁর পোশাক, তাঁর ফ্যাশন নিয়ে নিন্দুকেরা মাঝে মধ্যে বাঁকা কথা বলতে ছাড়ে না। আর সে সব কোনও দিনই বিশেষ পাত্তা দেন না তিনি। বরং সপাটে উত্তর দিয়ে দেন। যে রকমই পোশাক পরুন না কেন স্বস্তিকা শাড়িতে তাঁকে দেখতে লাগে ভীষণ সুন্দর। স্বস্তিকা যেমন শাড়ি পছন্দ করেন, যে রকম ব্লাউজ পরেন সেই প্রতিটা পোশাকই ভীষণ রকম সুন্দর। সাধারণ হ্যান্ডলুম বা সিল্কই বেশি পছন্দ তাঁর। ‘পরমা’-র পোশাক যে স্বস্তিকার খুব পছন্দের একথা তিনি প্রায়শই বলেন তাঁর প্রতি পোস্টে। যে খানেই যান না কেন স্বস্তিকার সঙ্গী পরমা। শাড়ি, ব্লাউজ হোক বা ড্রেস পরমা ছাড়া তিনি ভাবতেি পারেন না।
ছকভেঙে সাজতে জানেন স্বস্তিকা। আর তাই তাঁর পছন্দের মধ্যে যেমন থাকে জবার মালা তেমনই থাকে আনন্দর মালা। ভাবতে পেরেছেন কখনও যে এই সব ফুল দিয়েও স্টাইল করা যায়? শাড়ি, চুলের মালা, ব্লাউজের কাটিং সব কিছুই আকর্ষণীয়। কাকে ছেড়ে কাকে দেখবেন। নরম তুলতুলে সাদা-লাল কম্বিনেশনের ধনেখালির উপর কাঁথাস্টিচের কাজ করা একটি শাড়ি বেছেন স্বস্তিকা। এর সঙ্গে পরেছেন সাদা রঙের লুজ ফিটেড গ্লাস হাতা একটি ব্লাউজ। ব্লাউজে সুন্দর করে কুঁচি দেওয়া রয়েছে। এর সঙ্গে লাল রঙের বোতাম রয়েছে। শাড়িটির সঙ্গে খুব সুন্দর করে সেজেছেন তিনি। হাতে সাবেকি শাঁখা-পলা, চুলে খোঁপা আর চুলের উপরে ক্রাউনের স্টাইলে পরেছেন লাল জবার মালা। নাকে মরাঠি নথ। সব মিলিয়ে অপরূপা লাগছে তাঁকে। একই রকম অন্য একটি শাড়ির সঙ্গে চুলে জড়িয়েছেন আকন্দের মালা।
এমন সুন্দর হ্যান্ডলুমের শাড়ি, দারুণ কলমকারি মলাটের একখানা ডায়েরি. পুরনো দিনের কাঠের সেই বই এর তাক- সব মিলিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডও বড্ড মায়াবী। আর একটি অফ হোয়াইট হ্যান্ডলুম শাড়ি পরেছেন স্বস্তিকা। সেই শাড়িটি খাদি আর খেশের সংমিশ্রণে তৈরি। কলার দেওয়া লং কাটের খেশ-কলমকারির ব্লাউজও বেশ অন্যরকম। এই শাড়ির সঙ্গে খোলা চুলে গোলাপের ক্রাউন, ছোট্ট দুল, মরাঠি নথ- সব মিলিয়ে অন্য রকম সুন্দরী লাগছে তাঁকে। ছবি দেখলে চোখ যে ফেরাতেই পারবেন না তা একেবারে নিশ্চিন্ত।