চশমা (Glasses) কিন্তু ফ্যাশানের (Fashion)একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চশমা যাঁদের নিত্যদিনের সঙ্গী তাঁদের কাছে এর মহিমা কী তা শুধু তাঁরাই বোঝেন। মুখের সঙ্গে মানান সই চশামই মানুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। চেহারার বদল আনতে তাই অনেকেই ঘনঘন চশমার ফ্রেম পরিবর্তন করে থাকেন। নিত্য নতুন ফ্যাশানেবল চশমা মানুষের স্টাইল স্টেটমেন্টকে (Style Statement) একেবারে বদলে দেয়। তাই নিজেকে নতুন লুকে পেতে নতুন বছরে কী ধরনের চশমা পরবেন জেনে নিন…
ট্রান্সপারেন্ট ফ্রেম: ইদানিং সাদা ট্রান্সপারেন্ট ফ্রেমের চশমা ফ্যাশানে ভীষণ ইন। এই ফ্রেম যেকোনও ব্যক্তির লুকটাই একেবারে বদলে দেয়। চৌকো, গোল সব ধরনের ফ্রেমই আপনি বাজারে পেয়ে যাবেন। এই ধরনের চশমা একটা ভীষণ স্মার্ট লুক দেয়। অফিস কিংবা পার্টি সর্বত্রই এই ফ্রেমে আপনাকে দারুণ মানাবে।
মোটা ফ্রেম: বিগত কয়েকবছর ধরেই মোটা ফ্রেমের চশমার একটা ট্রেন্ড শুরু হয়েছে। যদি আপনি সহজেই একটা স্মার্ট লুক পেতে চান তবে অবশ্যই ট্রাই করুন এই চশমা। স্মার্ট অ্যান্ড ক্লাসি এই ফ্রেম আপনাকে একটা গম্ভীর লুক দেবে। বিশেষ করে অফিসের আউটফিটের সঙ্গে এই ধরনের চশমা বেশি মানায়।
ক্লিপ অন ফ্রেম: আপনি কি চশমা ও সানগ্লাস একসঙ্গে পেতে চান? তবে অবশ্যই একবার ব্যবহার করে দেখুন ক্লিপ অন ফ্রেম। এতে চশমা ও সানগ্লাস উভয়ের কাজই করে থাকে। চশমার গ্লাসের সঙ্গে এতে রোদচশমাও থাকে। ইচ্ছে মতো গ্লাস নামিয়ে উঠিয়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
রেট্রো ফ্রেম: পুরনো সব কিছুই আবার বর্তমানে ফ্যাশানে ফিরে আসছে। চশমার ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। বহু আগে ছাপা ও মোটা ফ্রেমের চশমার বেশ চল ছিল। বহু পুরনো সিনেমায় এর ব্যবহার আমরা দেখে থাকি। এই ধরনের ফ্রেম বর্তমানে ফ্যাশানে ফের উঠে এসেছে।
কাস্টোমাইসড ফ্রেম: বর্তমানে অনেকেই কোনও ট্রেন্ডের পিছনে না ছুটে নিজের মতো করে ফ্রেমের ডিজ়াইন দিয়ে চশমা তৈরি করে নেন। চশমা জিনিসটাই এমন যে মুখের সঙ্গে মানান সই না হলে একেবারেই ভাল দেখায় না। তাই নিজের মুখমন্ডল অনুযায়ী চশমা তৈরি করে নিলে এই ধরনের সমস্যার কোনও ঝুঁকি থাকে না।
ক্য়াটস আই ফ্রেম: এই ধরনের বেশ কিছু বছর ধরেই ফ্যাশানে ভীষণ ইন। মাঝে এই ধরনের ফ্রেম খুব একটা না দেখা গেলেও আবার ফ্যাশানে ফিরেছে ক্যাটস আই ফ্রেমের চশমা।