Cloth Washing Tips: জল ও ডিটারজেন্ট ছাড়াই পরিষ্কার করে ফেলুন জামা-কাপড়, এই টিপসে বাঁচবে আপনার উইকএন্ড

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 08, 2023 | 11:55 AM

Laundry tips and tricks: এই গরমে জামাকাপড় না ধুয়ে ব্যবহার করা যায় না। ঘামের দুর্গন্ধ ছাড়ে। সেই জামা দ্বিতীয় দিন পরে বেরোনো যায় না। তাই কাজে লাগান এই ঘরোয়া টোটকা।

Cloth Washing Tips: জল ও ডিটারজেন্ট ছাড়াই পরিষ্কার করে ফেলুন জামা-কাপড়, এই টিপসে বাঁচবে আপনার উইকএন্ড

Follow Us

জামাকাপড় কাচা ঝক্কি পোহানোর চেয়ে কম কিছু নয়। যাঁরা সারা সপ্তাহ সময় পান না, তাঁদের এই পুরো উইকএন্ড চলে যায় জামাকাপড় ধুতে, শুকোতে আর গুছিয়ে রাখতে। যদিও ওয়াশিং মেশিন আপনার কাজকে অনেক সহজ করে দেয়। তবু কাপড় জামা কাচা এবং সেগুলোকে গুছিয়ে রাখতে বেশ অনেক সময় চলে যায়। যদিও এই গরমে জামাকাপড় না ধুয়ে ব্যবহার করা যায় না। প্রথমত, ঘামের দুর্গন্ধ ছাড়ে। সেই জামা দ্বিতীয় দিন পরে বেরোনো যায় না। কিন্তু সপ্তাহের মাঝে আপনার ইচ্ছা হতেই পারে সেই জামা পুনরায় পরার। তাই আজকে আমরা এমন টিপস নিয়ে এসেছি, যা কাজে লাগিয়ে আপনি না ধুয়েই আবার ওই জামা পরতে পারেন।

জিন্স না ধুয়ে পরবেন যে ভাবে-

জিন্স ধুতে গেলে বেশ সময় লাগে। প্রথমত, প্রতি সপ্তাহে কেউ জিন্স কাচে না। যদিও জিন্স একবার পরেই কাচার নিয়মও নেই। কিন্তু অপরিষ্কার হলে সেটা কাচতে তো হবেই। কিন্তু উইকএন্ড জিন্স কাচায় নষ্ট করতে না চাইলে কাজে লাগাতে পারেন সহজ টোটকা। জিন্স সারারাত ফ্রিজে রেখে দিন। ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া মরতে শুরু করে। এতে আপনি জিন্স না ধুয়েও পরিষ্কার মনে হবে। শুধু ফ্রিজ থেকে বের করে একবার রোদে শুকনো করতে দিয়ে দেবেন।

জামা থেকে তেলের দাগ দূর করুন-

খাবার খেতে গিয়ে কিংবা রান্না করতে গিয়ে জামায় তেল-মশলার দাগ লেগে যায়। তেলের দাগ দূর করতে আপনাকে হাতেই কাচতে হয় জামাটা। কিন্তু অল্প তেলের দাগ লাগলে এত ঝক্কি পোহানোর কোনও দরকার নেই। প্রথমে টিস্যু ব্যবহার করে তেলটা যতটা সম্ভব শুষে নিন। এবার এর উপর দিয়ে ট্যালকম পাউডার বা বেবি পাউডার ছড়িয়ে দিন। এভাবে ৩০ মিনিট রেখে দিন। এরপর পাউডার ঝেড়ে ফেলুন। দেখবেন জামা থেকে উধাও হয়ে গেছে তেলের দাগ।

জামা থেকে তুলুন জেদি দাগ-

কল-কারখানায় কাজ করলে জামায় জেদি কালচে দাগ পড়ে। এছাড়াও জামায় যদি কোনও জেদি দাগ পড়ে তা তুলতে গেলে হাতের জোর লাগে। সেটা মেশিনের দ্বারা সম্ভব নয়। কিন্তু হাতে জামাকাপড় কাচার পরও অনেক সময় জামা থেকে দাগছোপ উঠতে চায় না। সেক্ষেত্রে কাজে লাগান এই টোটকা। দাগের পিছনে কাগজ রাখুন। দাগ অপসারণের জন্য রাবিং অ্যালকোহলে তুলোর বল ডুবিয়ে দাগের উপর ভাল করে ঘষুন। তারপর জামাটা শুকোতে দিন। এতে দাগ নিমেষে দূর হয়ে যাবে।

ঘামের দাগ দূর করুন এই উপায়ে-

ঘামের দুর্গন্ধ দূর করতে জামা কেচে ফেলেন। কিন্তু অনেক সময় ঘামের দাগ জামা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। ঘামের দাগের উপর লেবুর রস ও নিন লাগান। দাগ যতক্ষণ না উঠছে ততক্ষণ এটি ঘষতে থাকুন। এতে কিছুক্ষণের মধ্যেই ঘামের গন্ধ ও দাগ দুটোই দূর হয়ে যাবে।

Next Article