Sohini Sarkar: বেগুনি রঙা কাঞ্জিভরম, রুপোর গয়না আর সাবেকি সাজে সোহিনীর এই ছবি দেখলে কমেন্টে ‘রানিমা’ লিখবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 09, 2023 | 4:41 PM

Kanjivaram Saree: ট্র্যাডিশন্যাল এই সিল্কটি খুব সুন্দর করে পরেছেন সোহিনী। শাড়ির আঁচল ছেড়ে পরেছেন। সঙ্গে মানানসই রুপোর গয়না

Sohini Sarkar: বেগুনি রঙা কাঞ্জিভরম, রুপোর গয়না আর সাবেকি সাজে সোহিনীর এই ছবি দেখলে কমেন্টে রানিমা লিখবেন আপনিও
কাঞ্জিভরমে সোহিনী

Follow Us

সব রকমের পোশাক পরতে পছন্দ করেন সোহিনী সরকার। কখনই উগ্র সাজ নয়, বরাবরই তাঁর ফ্যাশানে মিশে যায় আভিজাত্য আর স্নিগ্ধতা। সোহিনী শাড়ি পরতে ভালবাসেন আবার ওয়েস্টার্ন আউটফিটেও দেখা যায় তাঁকে। সবথেকে বেশি যে পোশাক সোহিনীর পছন্দের তালিকায় থাকে তা হল হ্যান্ডলুম। হ্যান্ডলুমের শাড়ি, কুর্তি এসব পোশাকে সোহিনীকে দেখতেও লাগে খুব সুন্দর। হালকা সাজেই তিনি বাজিমাৎ করে ফেলেন। এবার সোহিনী ধরা দিলেন একেবারে ট্র্যাডিশন্যাল লুকে। কাঞ্জিভরম শাড়ি সকলেরই খুব পছন্দের। এই শাড়ির রং, কাজের মধ্যে থাকে একরকম ঐতিহ্য। তবে কাঞ্জিভরমে সোনালী জরির কাজ যত বেশি দেখা যায় রুপোলি জরির কাজ কিন্তু তত দেখা যায় না। আর সব সময় পাড়ে যে টেম্পল প্রিন্ট থাকে এরকমও নয়।

সোহিনী যে বেগুনি রঙের কাঞ্জিভরমটি পরেছেন তা অন্য সব শাড়ির থেকে একেবারেই আলাদা। বেগুনি রঙের এই কাঞ্জিভরমের সঙ্গে সিমেন্ট রঙা জমিন খুব সুন্দর ভাবে কনট্রাস্ট হয়েছে। সবচেয়ে বেশি ভাল লাগছে শাড়ির পাড়ে ময়ূরপঙ্খীর কাজ। এতেই কিন্তু আরও ভাল লাগছে। এছাড়া শাড়ির পুরো বডি কিন্তু একেবারে প্লেন। ট্র্যাডিশন্যাল এই সিল্কটি খুব সুন্দর করে পরেছেন সোহিনী। শাড়ির আঁচল ছেড়ে পরেছেন। সঙ্গে মানানসই রুপোর গয়না। এই রকম কাঞ্জিভরমের সঙ্গে রুপো বা অক্সিডাইজের গয়নাই বেশি ভাল লাগে। আংটি, হাতের বালা, গলার হার এই প্রত্যেকটি ডিজাইন কিন্তু অসাধারণ। আর সোহিনী তা খুব সুন্দর ভাবে পরেছেন। সাধারণত কাঞ্জিভরম শাড়ির সঙ্গেই ব্লাউজ পিস থাকে। তবে সোহিনী কিন্তু তা করেননি। বেগুনির সঙ্গে কনট্রাস্ট করে বটল গ্রিন রঙের ব্লাউজ পরেছেন।

সোহিনীর এই সাজ খুব সাধারণ কিন্তু ডিটেলিং কিন্তু অসাধারণ। চুলে মাঝে সিঁথি করে খোঁপা করেছেন। কপালে সিঁদুরের টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল দিয়ে লাইনার ছাড়া আর বিশেষ কোনও মেকআপ নেই। পায়ে আলতার সঙ্গে রুপোর মলও পরেছেন। সব মিলিয়ে একদম রয়্যাল লুকে হাজির সোহিনী। আর এই ছবি পোস্ট করার পর কমেন্টে অনেকেই তাঁকে রানিমা লিখেছেন। সোহিনীর ব্লাউজটিও ব্যাকলেস আর এই ডিজাইনটিও খুব নজরকাড়া। ইন্দু বাই জয়িতার থেকে এই শাড়িটি বেছে নিয়েছেন তিনি। সমস্ত রুপোর গয়না নিয়েছেন আর্থমেন্টসের থেকে। সব মিলিয়ে এমন লুকে সোহিনীকে সুন্দর লাগছে । এমন ভাবে সাজতে পারেন আপনিও।

Next Article