Cannes Red Carpet: ‘ধর্ষণ করা বন্ধ হোক’! অর্ধনগ্ন তরুণীর প্রতিবাদে থমকে গেল কানের রেড কার্পেট

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 21, 2022 | 11:58 AM

Cannes Film Festival : কানের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরতে ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ তুলে ধরেছিলেন জেলেনস্কি।

Cannes Red Carpet: ধর্ষণ করা বন্ধ হোক! অর্ধনগ্ন তরুণীর প্রতিবাদে থমকে গেল কানের রেড কার্পেট

Follow Us

৭৫তম কান চলচ্চিত্র উত্‍সবের (Cannes Film Festival )উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। স্যাটেলাইটের মাধ্যমে ফ্রান্সের জমকালো কান শহরের এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত সকলকে নিজের ভাষণের মাধ্যমে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থনের আবেদন জানিয়েছিলেন। যে কোনও মঞ্চই প্রতিবাদ, সোচ্চারের একটি মাধ্যম হয়ে ওঠে। ব্যতিক্রম হল না কানের রেড কার্পেটও। সম্প্রতি রেড কার্পেটে বিশিষ্ট অতিথিদের হাঁটাচলার মধ্য়েই এক তরুণী হঠাত করে পোশাক ছিঁড়ে দৌড়ে বেড়ানোয় হকচকিয়ে যান সকলে। পরিস্থিতি বোঝার আগেই ওই তরুণী তীব্র প্রতিবাদের সুরে বলতে থাকেন, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ হোক!

হলিউড রিপোর্টার জানিয়েছেন যে প্রত্য়ক্ষদর্শীদের মতে, রেড কার্পেটের চারিধারে সমবেত ফটোগ্রাফারদের সামনে হাঁটু গেড়ে চিত্‍কার করতে করতে এক মহিলা পোশাক ছিড়ে ফেলে। নিরাপত্তারক্ষীরা তার কাছে ছুটে এসে তাকে একটি কালো কোর্ট দিয়ে ঢেকে নিয়ে চলে যেতে দেখা যায়। শরীরের উপর অংশে ইউক্রেনের জাতীয় পতাকা আঁকা ছিল। তার উপরে ইংরেজিতে লেখা আমাদের ধর্ষণ করা বন্ধ করুন। মহিলার পিঠের নীচের দিকে ও পায়ে রক্ত-লাল রঙের ছোপ দেখা গিয়েছে। পিঠে লেখা রয়েছে ‘SCUM’।

একটি আউটলেট অনুসারে, সেই সময় ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’-এর প্রিমিয়ার চলছিল। স্বাভাবিকভাবেই সিনেমার পরিচালক ও তারকারা রেডকার্পেটে উপস্থিত ছিলেন। হলিউড রিপোর্টার অনুসারে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের মহিলাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছেন রাশিয়ান সৈন্যরা। প্রতিদিনই ধর্ষণের অসংখ্য খবর পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, কানের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরতে ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ তুলে ধরেছিলেন জেলেনস্কি। তিনি সেই সময় বলেছিলেন, ইউক্রেনে গণকবরে ভরে গিয়েছে। প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। সাজানো রঙিন দেশ এখন ক্ষত-বিক্ষত-রক্তাক্ত। বিশ্ব সিনেমাও নিশ্চুপ। এ প্রসঙ্গে ইউক্রেনের নায়ক চার্লি চ্যাপলিনের বিখ্যাত দ্য গ্রেট ডিক্টেটর সিনেমার কথা টেনে আনেন। যেখানে নিজে হিটলার সেজে বিশ্বকে যুদ্ধ থামানোর কথা বলেন। সেদিন সিনেমাটি আর শুধু ভাল চলচ্চিত্র হয়ে থাকেনি, হয়ে উঠেছিল যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের একটি মাধ্যম।

Next Article