লকডাউনে বহুদিন গৃহবন্দি সকলে। তাই ওয়ার্ক ফ্রম হোমে মিটিং হোক বা খানিক সময়ের জন্য কফি-ডেট, ফ্যাশন ছাড়া কি আর বাঙালি এক পাও চলতে পারে? বর্ষাকাল মানেই উজ্জ্বল রঙের পোশাক আর সঙ্গে কমফর্টেবল হওয়া প্রয়োজন। বর্ষায় কী কী পোশাকে আপনি নজর কাড়তে পারেন, জেনে নিন..
১) কালো এবং উজ্জ্বল রঙের প্যান্ট এবং মানানসই রঙের টি-শার্ট পরতেই পারেন, একটা ক্যাসুয়াল এবং স্মার্ট লুক আসবে।
২) জিন্স সবসময়েই ফ্যাশনে ট্রেন্ডিং। বেল বটম জিন্স এবং ঢিলা জিন্স বর্ষাকালে বেশ আরামদায়ক।
৩) এই সময় মোনোক্রোম্যাটিক পোশাক পরার চেষ্টা করুন। মানে একই রঙের শার্ট এবং একই রঙের প্যান্ট পরলে বেশ উজ্জ্বল ও বোল্ড দেখাবে আপনাকে।
৪) ফ্লোরাল প্রিন্টের পোশাক বর্ষাকালে সবচেয়ে মানানসই পোশাক।
৫) যারা অফিস যান, তাঁদের জন্য ফরম্যাল পোশাকে আসুক কমফর্টের ছোঁয়া। পরিমিত ফ্যাশনে অফিসে সবার নজর কাড়ুন বৃষ্টির দিনগুলোতেও।