সেলেব থেকে সাধারণ, কাপল ফ্যাশানে এবার টুইনিং ইন
aryama das |
Feb 11, 2021 | 1:12 PM
যে প্রিন্টের শাড়ির ব্লাউজ, ঠিক সেই প্রিন্টেরই পাঞ্জাবি বা জওহর কোট। বাপরে কী নাটক.. কিছুদিন আগে হলে ঠিক এভাবেই ভাবা হত। তবে বর্তমানে এটাই ফ্যাশনে চালু। সেলেব থেকে আমজনতা, বুটিক থেকে অর্ডার দিয়ে বানাচ্ছে তাদের মনপসন্দ প্রিন্টের একরকমের জামা। শুধু শাড়ি-পাঞ্জাবি নয়, কুর্তি-শার্ট, ম্যাচিং টি-শার্ট সবেতেই এখন কাপল ট্যুইনিং? তবে ট্রেন্ড সেট করেছেন কিন্তু বলি-টলির তারকারাই।
1 / 9
রণবীর-দীপিকার অফ-হোয়াইট কুর্তা-পাজামায় রয়েছে একদম একই রঙের ফুলের প্রিন্ট। তাঁদের বিবাহবার্ষিকীতে নিজেদের বিয়ের অ্যালবাম থেকে সেই ছবিই পোস্ট করেন রণবীর।
2 / 9
নিক-প্রিয়াঙ্কার সাদা কুর্তায় ঠিক এক রকমের গোলাপী বর্ডার। প্রিয়ঙ্কা তাঁদের ফোটোসেশন থেকে এই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
3 / 9
সম্প্রতি টলিউডের মেগা সিরিয়ালের তারকা ওম-মিমির বিয়ে হয়ে গেল। তাঁদের বিয়েতে তাঁরা অফ-হোয়াইট এবং গাঢ় সবুজের একই প্রিন্টের জামা পরেছিলেন।
4 / 9
অঙ্কুশ-ঐন্দ্রিলার ফটোশ্যুটের ছবি। হলুদ-নীলের একই প্রিন্টের কুর্তি এবং পাঞ্জাবিতে তাঁদের বেশ মানিয়েছে।
5 / 9
সৌরভ-অনিন্দিতার ফ্যশন স্টেটমেন্ট আপাতত জেন-ওয়াই-এর কাছে কাপল গোল হিসেবে ট্রেন্ডি। তাঁদের একইরকম গামছা প্রিন্টের পোশাক সত্যিই মানিয়েছে।
6 / 9
রনবীর-আলিয়ার অফ-হোয়াইট জামা এবং সাদা জ্যাকেট এবার টুইনিং গোল।
7 / 9
শাহিদ-মীরা কালো রঙের উপর একই জরির কাজ। এক ফ্যাশান ফটোশ্যুটে এমনটাই সাজে দেখা গিয়েছে যুগলকে।
8 / 9
টলিউড মেগা সিরিয়ালের তারকা নীল-তৃণার গ্র্যান্ড ওয়েডিং। তাতে প্রায় সব পোশাকই টুইনিং ছিল। তার মধ্যে থেকে লাল শাড়ি এবং কুর্তার প্রিন্ট ছিল একদম একই রকম।
9 / 9
রুদ্রদীপ-প্রমিতার বিয়ের আগে গয়না পছন্দ করতে যাওয়ার ছবি। কমলা রঙের একই রকম প্রিন্টের লেহেঙ্গা এবং পাঞ্জাবিতে তাঁদের অপূর্ব দেখাচ্ছে বলেই মত অনুরাগীদের।