AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wedding Outfit: মধুমাসে বিয়ে? বর-কনে দুজনেই বাছুন কনট্রাস্ট পোশাক, রইল টিপস

আজকাল কনট্রাস্টেই দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। সেই সঙ্গে ফ্যাশনে ইন প্যাস্টেল। আর প্যাস্টেলের সাজে যেমন আভিজাত্য থাকে তেমনই দেখতেও বেশ ভাল লাগে

Wedding Outfit: মধুমাসে বিয়ে? বর-কনে দুজনেই বাছুন কনট্রাস্ট পোশাক, রইল টিপস
প্যাস্টেল শেড এখন ফ্যাশনে ইন
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 5:34 PM
Share

বিদায়ের মুখে শীত। বইছে মৃদুমন্দ বাতাস। বসন্তের ছোঁয়া কিন্তু সর্বত্র। প্রেম দিবসের রেশ এখনও কিন্তু বাসি হয়ে যায়নি। তবে বিয়ের আয়োজন সর্বধই। মধ্যিখানে কোভিডের বাড়-বাড়ন্তে বেশ কিছুদিন থমকে ছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু আবার তা শুরু হয়েছে স্বমহিমায়। বন্ধু থেকে আত্মীয় বিয়ের নিমন্ত্রণ কিন্তু লেগেই রয়েছে বাড়িতে বাড়িতে। বন্ধুদের বিয়ে মানে সেখানেই অন্যরকম মজা। কাজের চাপে কারোরই বিশেষ স্কুল, কলেজের বন্ধুদের সঙ্গে দেখা করার মত ফুসরত মেলে না। তবে এই সুযেগে কিন্তু সবাই মিলে আনন্দে মেতে উঠতে চান। আজকাল বিয়ের অনুষ্ঠান মানেই কিন্তু উৎসব। এনগেজমেন্ট, মেহেন্দি, সংগীত, মূল অনুষ্ঠান, রিসেপশন- সব মিলিয়ে বেশ হই হই ব্যাপার। আর প্রতিটি অনুষ্ঠানের জন্য থাকে আলাদা থিম, আলাদা পোশাক, আলাদা সাজগোজ। আর তাই হাতে কিছুটা সময় নিয়েই শুরু করে দিন প্রস্তুতি। সামনেই বন্ধুর বিয়ে? কিংবা নিজের? কোল দিন কোন পেশাক পরবেন তাই নিয়েই দিশেহারা? আর তাই টিপস রইল আপনাদের জন্য।

আজকাল বিয়ের পাকা কথা বা যাবতীয় প্ল্যানিং মোটামোুটি এক বছর আগে থেকেই কিন্তু হয়ে থাকে। আর তাই অনেকেই বিয়ের আগে আগেই এনগেজমেন্ট সেরে ফেলতে চান। এনগেজমেন্টে পরতে পারেন সিলভার লেহঙ্গা। বা প্যাস্টেল স্কাই, গ্রিন, পিঙ্ক কিংবা হোয়াইটের মত রং। সঙ্গে থাক রূপোর গয়না। এতে কিন্তু দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। ছেলেরা ম্যাচ করে ব্ল্যাক শার্ট এবং স্যুট পরতে পারেন। এনগেজমেন্টে অন্যরকম কোনও পোশাকও কিন্তু পরতে পারেন।

বিয়ের সব অনুষ্ঠানে সবচেয়ে বেশি ভাল লাগে ট্র্যাডিশন্যালে। যদি বন্ধুর বিয়ে হয় তাহলে গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠানে অন্য রকম কিছু পরতেই পারেন। ইন্দো ওয়েস্টার্নে ফ্যাশন করতে পারেন। লেহঙ্গা পরতে পারেন। এছাড়াও আজকাল নানা রকম শাড়ি পাওয়া যায়। সেই সব শাড়িও কিন্তু সুন্দর লাগে দেখতে। মেহেন্দি বা ব্যাচেলার্স পার্টির অনুষ্ঠানে ওয়েস্টার্ন বেশ ভাল লাগে। লেহঙ্গা, ডিজাইনার শাড়ি, ঘাঘরা, স্কার্ট, সালোয়ার এসব কিন্তু এদিন চলতেই পারে।

Wedding

কাপলরা বেছে নিন কনট্রাস্ট রং

তবে কাপলদের ক্ষেত্রে এবং বিয়ের বর-কনেরা কনট্রাস্ট পোশাকে সাজুন। এতে দেখতে ভাল লাগে। বিয়ের দিন বেশিরভাগ মেয়েই লাল বেনারসি পরেন। সেই বেনারসির সঙ্গে কিন্তু সাদা, অফ হোয়াইট ট্র্যাডিশন্যাল পাঞ্জাবিই দেখতে বেশি ভাল লাগে। এছাড়াও অনেকে গাঢ় নীল, সবুজ বা হলুদ রং বেছে নেন। এই সব রঙও কিন্তু এদিনের জন্য বেশ ভাল। লাল শাড়ির সঙ্গে অনেকেই সবুজ, নীল, হলুদ, পার্পল নানা রঙের ব্লাউজ পরেন।

তবে এক্ষেত্রে সবচাইতে ভাল লাগে লাল রং। রিসেপশনের দিন একটু অন্যরকম ভাবে সাজুন। যদি প্যাস্টেল শেডে বেছে নেন তাহলে দুজনেই তাই পরুন। শাড়ির সঙ্গে এদিন ছেলেদের পাঞ্জাবিতেই সবচেয়ে বেশি মানায়। চলতে পারে ইন্দোওয়েস্টার্ন। কিন্তু শাড়ির সঙ্গে স্যুট সব সময় মোটেই ভাল লাগে না। বন্ধুদের বিয়েতে যাঁরা প্রেমিক প্রেমিকা হিসেবে যাচ্ছেন তাঁরাও কিন্তু পরতে পারেন এমন পোশাক।