Bollywood Fashion: বলিউডের কোন অভিনেত্রী সবথেকে দামি পোশাক পরেছিলেন, কতই বা ছিল তার দাম?

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 17, 2022 | 7:42 PM

বলিউড অভিনেত্রীরা ফ্যাশনের দিকে কিংবা পোশাকের জন্য লক্ষ কোটি টাকা খরচ করতেও পিছপা হন না। তাই আজ আমরা বলিউড অভিনেত্রীদের সেই সব পোশাক নিয়ে কথা বলব যেগুলো সবচেয়ে দামি-

Bollywood Fashion: বলিউডের কোন অভিনেত্রী সবথেকে দামি পোশাক পরেছিলেন, কতই বা ছিল তার দাম?
ছবির সৌজন্যে ইন্ডিয়া ডট কম

Follow Us

বলিউড অভিনেত্রীরা (Bollywood Actresses) সবসময় তাঁদের গ্ল্যামারাস স্টাইল এবং ইউনিক পোশাকের জন্য পরিচিত। অভিনেত্রীদের পোশাক নিয়ে সবসময়ই আলোচনা হয়। অভিনেত্রীরাও সর্বদা এই প্রচেষ্টায় থাকেন, তিনি এমন পোশাক পরবেন যাতে সবার চোখ তাঁদের দিকেই থাকে। ফ্যাশনের (Fashion) নতুন সংজ্ঞা লিখতে দেখা যায় এই অভিনেত্রীদের। এই কারণেই বলিউড অভিনেত্রীরা ফ্যাশনের দিকে কিংবা পোশাকের জন্য লক্ষ কোটি টাকা খরচ করতেও পিছপা হন না। তাই আজ আমরা বলিউড অভিনেত্রীদের সেই সব পোশাক নিয়ে কথা বলব যেগুলো সবচেয়ে দামি (Expensive Clothes)-

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস:

বলিউডের পর এখন হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের দাপট। প্রিয়াঙ্কা এখন বিদেশে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটে পৌঁছলে, ফ্যাশন সমালোচকদের চোখ স্থির হয়ে যায় তাঁকে ঘিরেই। এই ধরনের গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২০ ইভেন্ট সম্পর্কে কথা বলতে, প্রিয়াঙ্কা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার রাল্ফ এবং রুশোর পুঁতিযুক্ত সাদা গাউনটি পরেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই গাউনটির দাম ছিল ৭৮,২০০ পাউন্ড অর্থাৎ প্রায় ৭৭ লক্ষ টাকা।

দীপিকা পাড়ুকোন:

দীপিকা পাড়ুকোন সবসময় তাঁর সৌন্দর্যের পাশাপাশি স্টাইলের জন্য পরিচিত। দীপিকা সবসময় তাঁর পোশাক নিয়ে শিরোনামে থাকেন। দীপিকা একটি গোলাপী রঙের অফ-শোল্ডার গাউন পরে ২০১৯ সালে অনুষ্ঠিত মেট গালা অ্যাওয়ার্ডের রেড কার্পেটে প্রবেশ করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ডিজাইনার জ্যাক পোসেনের ডিজাইন করা এই গাউনটির দাম ছিল ৭৫,০০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৫০ লক্ষ ৫০ হাজার টাকা।

লক্ষ লক্ষ টাকা খরচ করেন বলিউডের অভিনেত্রীরা

উর্বশী রাউটেলা:

উর্বশী রাউটেলা, যিনি তাঁর ফ্যাশন স্টাইলের জন্য বহুবার শিরোনামে এসেছেন, সবসময় একটি বিশেষ ধরণের পোশাক বহন করেন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে একটি ছবির শুটিং করতে দুবাই গিয়েছিলেন উর্বশী। যেখানে উর্বশী খুব দামি পোশাক পরেছিলেন। সেই সময়ের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী যে পোশাকটি বহন করেছিলেন তার মূল্য ছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার।

অনুষ্কা শর্মা:

সবচেয়ে দামি পোশাক পরার তালিকায় অনুষ্কা শর্মার নামও রয়েছে। অভিনেত্রী তাঁর বিয়েতে ৩০ লক্ষ টাকা খরচ করেছেন। অনুষ্কার বিয়ের লেহেঙ্গা ডিজাইন করেছিলেন সব্যসাচী মুখার্জি।

শিল্পা শেট্টি:

শিল্পা শেট্টির শাড়ির স্টাইল সবসময়ই প্রশংসিত হয়। অভিনেত্রীর বিয়ের শাড়ি আজও আলোচিত। শিল্পা তাঁর বিবাহ উপলক্ষে ডিজাইনার তরুণ তাহালিয়ানির একটি লাল শাড়ি পরেছিলেন। অভিনেত্রীর এই শাড়ির দাম ছিল ৫০ লক্ষ টাকা।

ঐশ্বর্য রাই বচ্চন:

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ে শুধু দেশেই নয় বিদেশেও শিরোনাম কেড়ে নিয়েছিল। অভিনেত্রী বিয়েতে একটি কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন, যেটির দাম তখন ৭৫ লক্ষ টাকা ছিল। অভিনেত্রীর শাড়িটি ডিজাইন করেছিলেন ডিজাইনার নীতা লুল্লা।

আরও পড়ুন: Saree Buying Tips: শাড়ি কেনার সময় এই কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল না রাখলেই আসল আর নকলের তফাৎ বুঝতে পারবেন না…

Next Article