AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terushka Venkatsamy: জন্ম আফ্রিকায়, রক্তে দক্ষিণী, অভিনেত্রী হিসেবে প্রথম কাজ বলিউডে! চেনেন এই মেয়েকে?

Fashion Tips: দক্ষিণ আফ্রিকার এই সুপার মডেলের জন্ম ১৯৯০ সালে কেপটাউনে। পড়াশোনাও সেখানেই। পড়াশোনা শেষ করেই এই পেশায় যোগ দেন তিনি...

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 10:52 PM
Share
জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা তবে রক্তে তিনি ভারতীয়। তেরুশকা ভেন- দক্ষিণ আফ্রিকার বিভ্যাত মডেল, টিটটক স্টার এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তাঁর কাজ মূলত ফ্যাশান, ফিটনেস এবং লাইফস্টাইল। ব্লগার হিসেবেই বিশেষ পরিচিত। তেরুশকার বিশেষ পরিচিতি হল তাঁর ফ্যাশান সেন্স।

জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা তবে রক্তে তিনি ভারতীয়। তেরুশকা ভেন- দক্ষিণ আফ্রিকার বিভ্যাত মডেল, টিটটক স্টার এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তাঁর কাজ মূলত ফ্যাশান, ফিটনেস এবং লাইফস্টাইল। ব্লগার হিসেবেই বিশেষ পরিচিত। তেরুশকার বিশেষ পরিচিতি হল তাঁর ফ্যাশান সেন্স।

1 / 7
তাঁর চেহারা, তাঁর স্টাইল, তাঁর নজর নিয়ে প্রতি মুহূর্তে চর্চা হয়। প্রচুর নামী ব্র্যান্ডের মুখ তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার রীতিমতো ঈর্ষণীয়। অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে তদেখা গিয়েছে একেবারে খোলামেলা আউটফিটে। শরীরে কোথাও মেদের চিহ্ন পর্যন্ত নেই।

তাঁর চেহারা, তাঁর স্টাইল, তাঁর নজর নিয়ে প্রতি মুহূর্তে চর্চা হয়। প্রচুর নামী ব্র্যান্ডের মুখ তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়ার রীতিমতো ঈর্ষণীয়। অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে তদেখা গিয়েছে একেবারে খোলামেলা আউটফিটে। শরীরে কোথাও মেদের চিহ্ন পর্যন্ত নেই।

2 / 7
তবে তাঁর গড়নে রয়েছে ভারতীয় ছোঁয়া। কিছুক্ষেত্রে ভারতীয় অলংকারও হয়েছে তাঁর ফ্যাশানের অঙ্গ। ইন্দো-ওয়েস্টার্নে দেখা গেলেও ভারতীয় পোশাকে কখনও দেখা যায়নি।

তবে তাঁর গড়নে রয়েছে ভারতীয় ছোঁয়া। কিছুক্ষেত্রে ভারতীয় অলংকারও হয়েছে তাঁর ফ্যাশানের অঙ্গ। ইন্দো-ওয়েস্টার্নে দেখা গেলেও ভারতীয় পোশাকে কখনও দেখা যায়নি।

3 / 7
ফ্যাশান নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট চালিয়ে যান তিনি। তবে কোনও ছবিতেই কিন্তু তাঁকে এক মুহূর্তের জন্যেও অশ্লীল লাগেনি। অধিকাংশ ছবিতেই অনাবৃত বক্ষযুগল। কিছুক্ষেত্রে আবার উন্মুক্ত স্তন বিভাজিকাও।

ফ্যাশান নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট চালিয়ে যান তিনি। তবে কোনও ছবিতেই কিন্তু তাঁকে এক মুহূর্তের জন্যেও অশ্লীল লাগেনি। অধিকাংশ ছবিতেই অনাবৃত বক্ষযুগল। কিছুক্ষেত্রে আবার উন্মুক্ত স্তন বিভাজিকাও।

4 / 7
ফ্যাশানকে তিনি ভাঙেন, আবার নিজের মত করেই গড়েন। এই প্রজন্মের প্রচুর তরণ-তরুণী অনুপ্রাণিত তাঁকে দেখে।

ফ্যাশানকে তিনি ভাঙেন, আবার নিজের মত করেই গড়েন। এই প্রজন্মের প্রচুর তরণ-তরুণী অনুপ্রাণিত তাঁকে দেখে।

5 / 7
রোজ নিয়ম করে শরীরচর্চা করেন তিনি। মেনে চলেন কড়া ডায়েটও। তবে সম্পূর্ণ নিরামিষ খাবার খান তিনি।

রোজ নিয়ম করে শরীরচর্চা করেন তিনি। মেনে চলেন কড়া ডায়েটও। তবে সম্পূর্ণ নিরামিষ খাবার খান তিনি।

6 / 7
ব্রেকফাস্টে লো ফ্যাট মিল্ক, ফলের রস এবং ভেজ স্যান্ডউইচ। লাঞ্চে থাকে একবাটি সবজির তরকারি, স্যালাড, ভাত, রুটি এবং টকদই। সন্ধ্যাবেলা খান ব্ল্যাক কফি, ড্রাই ফ্রুটস। ডিনারে থাকে একটা রুটি, স্যালাড, ফল, দুধ এবং মিষ্টি।

ব্রেকফাস্টে লো ফ্যাট মিল্ক, ফলের রস এবং ভেজ স্যান্ডউইচ। লাঞ্চে থাকে একবাটি সবজির তরকারি, স্যালাড, ভাত, রুটি এবং টকদই। সন্ধ্যাবেলা খান ব্ল্যাক কফি, ড্রাই ফ্রুটস। ডিনারে থাকে একটা রুটি, স্যালাড, ফল, দুধ এবং মিষ্টি।

7 / 7