Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা রীতি, ১০ হাজারের মধ্যে দেখতে পারেন এই সব ট্রেন্ডি ডিজাইন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

May 03, 2022 | 12:01 PM

Light Weight Gold Design: এই দিন থেকে অনেকেই বিয়ের জন্য সোনা কেনা শুরু করেন। কিন্তু যে ভাবে দাম বেড়েছে সোনার তাতে কিনতে গেলে মনেরও জোর লাগে। তাই রইল ১০ হাজারের মধ্যে কিছু সুন্দর গয়নার খোঁজ...

Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা রীতি, ১০ হাজারের মধ্যে দেখতে পারেন এই সব ট্রেন্ডি ডিজাইন
কেনার আগে দেখে নিন

Follow Us

Gold Price Today: হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে অক্ষয় তৃতীয়া তিথির। সোনা কেনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় অনেকেই নতুন গাড়ি কোনেন, বাড়ি কেনেন, হয় গৃহপ্রবেশের অনুষ্ঠানও। দোকানে দোকানে এদিন লক্ষ্মী-গণেশের পুজো হয়। বিশেষত সোনার দোকালগুলোতে এইদিন হালখাতা হয়। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া ‘আখা তিজ’ নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন। এদিন বাড়িতে লক্ষ্মী-গণেশের আরাধনা করলে আর্থিক সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। যে কারণে এই দিনে অনেকেই লক্ষ্মী-গণেশ প্রতিষ্ঠা করেন বাড়িতে। বিয়ের জন্যও অনেকে বেছে নেন এই বিশেষ দিনটি। সম্পর্ক হয় মধুর, জীবন থাকে প্রেমময়- যদি এই বিশেষ দিনে কেউ বিয়ে করেন। এই দিন গৌরী আর মহাদেবের বিশেষ পুজোরও কিন্তু রীতি রয়েছে।

অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বিয়ের কেনাকাটা শুরু করেন। বিশেষত সোনা। এদিন সোনা কেনা যেমন বিশেষ শুভ তেমনই নতুন কনের জন্য শাঁখা-পলা বানানোর রীতি রয়েছে এই দিনে। অনেকেই বিয়ের জন্য মঙ্গলসূত্র, শাঁখা-পলা বানিয়ে এদিন মন্দিরে পুজো দেন। বলা হয় এতে অক্ষয় হয় সংসার। ৩ রা মে অক্ষয় তৃতীয়ার দিন সকাল ৯ টা ৪৮ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু হচ্ছে, আর তা থাকবে ৪ ঠা মে ভোর ৬ টা ১৪ মিনিট পর্যন্ত। এছাড়াও মনে করা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে কোনও কিছু কিনলে তা অক্ষয় হয়। তা হতে পারে খাদ্যশস্য বা অন্য কোনও সামগ্রী। বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসও অনেকে কেনেন এদিন।

তবে সোনার দাম যেভাবে বাড়ছে তাতে ছ্যাঁকা মধ্যবিত্তর পকেটে। সোনার দাম যে একদিন এই উচ্চতায় যেতে পারে তা কেউ কোনওদিন ভাবেননি। এখনও যে কোনও বাড়িতে বিয়ে, অন্নপ্রাশন বা পৈতে মানেই গয়না দেওয়ার রীতি রয়েছে। সোমার দামের বাড়-বাড়ন্তের দিনেও অনেকে মনে করেন সোনা ছাড়া মেয়ের বিয়ের অনুষ্ঠান হয় না। আর তাই সকলের জন্য রইল হালকা ওজনের কিছু গয়নার খোঁজ। মাত্র ১০ হাজার টার মধ্যেই কিনতে পারেন আপনিও। বেশিরভাগ মেয়েই এখন একদম হালকা গয়না পছন্দ করেন। গয়না পরে যেমন কোনও কাজ করা যায় না তেমনই নিরাপত্তারও বিষয় থেকে যায়। মেয়ের মা-বাবা চান সোনার শাঁখা-পলা বাঁধানো কিনে দিতে। কিন্তু এই শাঁখা-পলায় অতিরিক্ত খরচ না করাই শ্রেয়। ২ গ্রামের মধ্যে সুন্দর ডিজাইনের শাঁখা-পলা পেয়ে যাবেন পরিচিত দোকানেই। মুক্তো আর সামান্য সোনা মিশিয়ে চোকার বানাতে পারেন। পেয়ে যাবেন হালকা ওজনের আঁটিও। এখন অনেকেই ব্রেসলেট পছন্দ করেন। দেখতেও লাগে ট্রেন্ডি। আর তাই আপনার বাজেটের মধ্যেই কিনে নিতে পারেন ব্রেসলেট। ময়ূর, প্রজাপ্রতি, মাছ এবং ফুল এখন ডিজাইনে ট্রেন্ডিং। উপহারে দিতে পারেন হালকা লকেটও। ২.৫০ গ্রামের মধ্যে চলে আসবে দুল আর আংটিও। সোনার দাম বেড়েছে বলে, মন খারাপ না করে দেখতে পারেন আপনিও।

আরও পড়ুন: Gold Price Today : অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন? জেনে নিন দাম কত

Next Article