নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ অনুষ্ঠিত এবারের মেট গালায় (Met Gala 2022) হৈ চৈ ফেলে দিয়েছেন এক ভারতীয় ডিজাইনার। সে আর কেউ নন, বাঙালির গর্ব তথা গোটা ভারতের বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায় ( Sabyasachi Mukherjee)। বলিউডের প্রতিটি তারকারই প্রথম পছন্দ সব্যসাচীর ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা-সহ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। দেশের মাটিতে যেমন সব্যসাচীর ডিজাইনার আউটফিট অত্যন্ত জনপ্রিয়, বিদেশেও তার কদর রয়েছে ভালই। ঘরোয়া অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম পছন্দ সব্যসাচীর শাড়ি বা লেহেঙ্গা। তবে এবার আর ঘরোয়া পার্টি বা ইভেন্টে নয়, বরং বিশ্বের সবচেয়ে ফ্যাশনেবল ইভেন্টেও সব্যসাচীর শিল্প প্রদর্শিত হল।
এবছর মেট গালায় সব্যসাচীর শাড়ি পড়ে তাক লাগালেন ব্যবসায়ী তথা সমাজসেবী নাতাশা পুনাওয়ালা। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশনের সবচেয়ে বড় ইভেন্টকে হাতিয়ার করেন তিনি। এদিন সব্যসাচীর ডিজাইন করা সোনালী রঙের শাড়ি বেছে নিয়েছিলেন নাতাশা। এই বছর মেট গালার থিম ছিল ‘আমেরিকা: অ্য়ান অ্যানথলজি অফ ফ্য়াশন’। আর নাতাশার ড্রেস কোড ছিল গিল্ডেড গ্ল্যামার। রেড কার্পেটে গোল্ডেন শাড়ি ও মেটালিক বুস্টিয়ার পরেছিলেন নাতাশা।
ইন্সটাগ্রামে সব্যসাচী লিখেছেন, ‘আমার কাছে শাড়ি হল একটি অনন্য় ও বহুমুখী আউটিট, যা যে কোনও সীমানা ও ভৌগোলিক সীমা অতিক্রম করেও সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। যখন আমি একজন ফ্যাশন ডিজাইনারে তরুন ছাত্র ছিলাম, প্রায়শই ভাবতাম কখন আমি মেট গালার মত বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টে শাড়ি দেখাব!’
তিনি আরও বলেছেন, মেট গালার থিম ছিল ‘আমেরিকা ফ্যাশনের অ্যানথোলজি’। সেখানে নাতাশার ড্রেস কোড ছিল গিল্ডেড গ্ল্যামার। নাতাশা চেয়েছিল ভারতীয় লুকে বহু সংস্কৃতি ও সত্যতার একটি মিল রেখে আউটফিট বেছে রাখা হয়। সেই মত নাতাশার গায়ে ছিল গোল্ড হ্যান্ডক্রাফ্টেড প্রিন্টেড টুলে শাড়ি ও ড্রামাটিক ট্রেন। শাড়ির মধ্যে ছিল সিল্ক ফ্লস থ্রেড ও বেভেল বিডস, সেমি-প্রিসিয়াস স্টোনস, ক্রিস্টাল, সিক্যুইন ও অ্য়াপ্লিকেড প্রিন্টেড ভেলভেট।
নাতাশার পুরো স্টাইলের পিছনে ছিল সেলেব্রিটি স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া। স্টেটমেন্ট কানের দুল, দুই হাতেই ছিল রেগাল চুরি,। ন্যুড মেকআপ থাকলেও সোনালি রঙের ছোঁয়া ছিল সর্বত্র।
প্রসঙ্গত, নাতাশা পুনাওয়ালা হলেন একজন ভারতীয় সমাজসেবী ও ভিলু পুনাওয়ালা ফাউন্ডেশনের চেয়ারম্যান। এছাড়া তাঁরও আরও একটি পরিচয় রয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার স্ত্রী ও কোম্পানির এগজিকিউটিভ ডিরেক্টর তিনি।
আরও পড়ুন: International Workers Day: জিনসের ইতিহাস জানলে ছেঁড়া জিনস আর কখনও পরবেন না! কেন, জানেন?