Vastu Tips: পুজোর আগে ঘরদোর পরিষ্কার করছেন? বাস্তুমতে এ কাজ করলে সুখ-সমৃদ্ধিও ধরা দেবে
দুর্গা পুজো (Durga Puja) তো সেই সেপ্টেম্বরে। কিন্তু তাও বাঙালিদের মন করছে পুজো পুজো। উৎসবের আমেজে বাড়িঘর এখন থেকেই অনেকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন। সেই কাজ করার সময় মেনে চলুন কিছু বাস্তু টিপস।

অগস্ট মাসটা পড়তেই অনেকের মনে পুজো পুজো ভাব চলে এসেছে। না না, পুজো এখন নয়। দুর্গা পুজো (Durga Puja) তো সেই সেপ্টেম্বরে। কিন্তু তাও বাঙালিদের মন করছে পুজো পুজো। উৎসবের আমেজে বাড়িঘর এখন থেকেই অনেকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন। ঘরদোর ঝাড়া, মোছা থেকে শুরু করে নতুন টুকিটাকি জিনিস কেনাকাটার কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে। এই সময় যদি বাস্তুশাস্ত্র মতে বাড়ি সাজানো যায়, তা হলে সুখ-সমৃদ্ধি এবং শুভ শক্তি আসবে বাড়িতে।
বাস্তুশাস্ত্র মতে ৫টি কাজ করলেই বাড়িতে সুখ, শান্তি আসবে। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল—
১) পুজো আসার আগে যখন বাড়ি পরিষ্কার করবেন, সেইসময় বাড়িতে থাকা সল অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না এই ধরনের জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এ সকল জিনিসগুলো যে কোনও বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারে বাধা সৃষ্টি করে।
২) যদি তুলসী গাছ না থাকে বা তুলসী গাছ থাকেও তা হলে সেটি বাড়ির উত্তর-পূর্ব কোণে নিয়ে গিয়ে বসান। বাস্তুমতে, তুলসী গাছ যে কোনও বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।
৩) প্রতিদিন বাড়িতে সন্ধেবেলায় ধূপ, ধুনো জ্বালান। ধুনো থেকে যে ধোঁয়া বের হয়, তা বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। পাশাপাশি ঘরের দুর্গন্ধও দূর করে।
৪) বাড়ির ঠাকুরঘরে পুজোর সময়ে রুপো এবং তামার পাত্র ব্যবহারের চলই বেশি। ফলে পুজো আসার আগেই এইসব বাসনপত্র ধুয়ে, মেজে পরিষ্কার করে রাখতে হবে। পুজোতে স্টেনলেস স্টিলের পাত্র ব্যবহার খুব একটা না করাই ভাল।
৫) ঘরের ঠাকুরঘরে মা দুর্গার মূর্তি যদি থাকে তা হলে সেটি উত্তর ও পূর্ব কোণে রাখুন। পাশাপাশি যে জায়গায় মূর্তি রাখবেন, তা যেন পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে, সেদিকে নজর রাখতে হবে। এছাড়া মা দুর্গার মূর্তি যখন সিংহাসনে বসাবেন, সেই সময় বরাবর কোনও না কোনও উঁচু জায়গায় রাখতে হবে।
