আর তাই নবমীর দিন বন্ধুরা যদি আড্ডা দিতে বাড়িতে আসেন তাহলে বানিয়ে নিতে পারেন চিকেন সিজার স্যালাড। খুব সম উপকরণ আর সময়ে বানিয়ে নেওয়া যাবে এই ফুল কোর্স মিল। বানাতে যা কিছু লাগবে-চিকেন ব্রেস্ট, লেটুস পাতা,সাদা ভিনিগার, মেয়োনিজ,রসুন, চিজ, সিয়াবাত্তা লোফ (সাধারণ মোটা পাউরুটি হলেও চলবে) অলিভ অয়েল, গোলমরিচ গুঁড়ো