খিচুড়িতে না নেই বাঙালির! জিভের স্বাদ বদল করতে রান্না করুন স্পেশাল ‘মুরগি খিচুড়ি’

aryama das |

May 26, 2021 | 11:40 AM

বাইরে ঝমঝম বৃষ্টিতে খিচুড়ি আর বেগুন ভাজা ছাড়া আর কিছু বাঙালি ভাবতে পারে না। তাই স্পেশাল দিনে স্পেশাল রান্না হেঁসেলে হবেই হবে। সহজ ও চটজলদি সুস্বাদু রান্নার হদিশ দিচ্ছি আমরা...

খিচুড়িতে না নেই বাঙালির! জিভের স্বাদ বদল করতে রান্না করুন স্পেশাল মুরগি খিচুড়ি
ছবি সৌজন্যে ইউটিউব

Follow Us

বর্ষাকালে তো বটেই, গরমের বিকেলে কালবৈশাখী স্থিতু হওয়ার পর বাঙালির মন পড়ে থাকে বেগুনি-মুড়ি বা খিচুড়ি-ডিমভাজায়। তবে চিরাচরিত সেই খিচুড়িতে যদি ট্যুইস্ট আনা যায়, মন্দ হয় না। আজ রইল মুরগি খিচুড়ির দুর্দান্ত ও সহজ একটি রেসিপি।

কী কী লাগবে- ১ কেজি মুরগি ( ছোট করে কাটা), পোলাওয়ের চাল (৫০০গ্রাম), ভাজা মুগ ডাল (২৫০ গ্রাম), আদা বাটা (২ টেবিল স্পুন), পেঁয়াজ বাটা (আধ কাপ), রসুন বাটা (২ টেবিল চামচ), গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ), সরষে বা ভেজিটেবিল ওয়েল (২ টেবিল স্পুন), বেরেস্তা (আধ কাপ), শুকনো লংকা (৫টি), ঘি (২ টেবিল স্পুন), পরিমাণমতো জল ও স্বাদমতো নুন।

আরও পড়ুন: চটজলদি ও পুষ্টিকর ডিনার সারুন ক্রিমি চিকেন ও ব্রোকোলি স্কিলেট দিয়ে!

কীভাবে করবেন-

একটি সসপ্যানে প্রথমে তেল দিন। তেল গরম হলে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে নুন দিয়ে ভাল করে রান্না করুন। মশালাগুলি থেকে তেল বেরিয়ে এলে তাতে ভালো করে পরিষ্কার করা মুরগির টুকরোগুলি দিয়ে কষতে থাকুন। ২০ মিনিট রান্না করুন। এবার অপর একটি আভেনে হাঁড়িতে ঘি গরম করুন। তাতে পোলাওয়ের চাল, মুগ ডাল, শুকনো লংকা, সামান্য নুন দিয়ে রান্না করুন। অল্প নাড়াচাড় করার পর জল দিন। ১৫ মিনিট রান্নার পর ঢাকনা খুলে মুরগির মাংসগুলি খিচুড়ির সঙ্গে মেশাতে হবে। কয়েক মিনিট রান্না করুন। স্বাদ মতো নুন দিন। রান্না হলে চাচে বেরেস্তা ছড়িয়ে দিন।

গরম গরম পরিবেশনের সময় স্যালাদ ও রায়তা রাখতে পারেন। ডিনার বা লাঞ্চের জন্য পরিবেশন করতে পারেন এই সুস্বাদু ও স্পেশাল মুরগির খিচুড়ি।

Next Article