Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaundice Treatment: ওষুধের পাশাপাশি এই ৫ পাতাতেই চাঙ্গা থাকবে লিভার, কমবে বিলিরুবিনও!

Effective Home Remedies Of Jaundice: খিদে মন্দা ওজন কমে যাওয়ার মত সমস্যা হলে ফেলে রাখবেন না। ডাক্তার দেখিয়ে নিন, প্রয়োজনীয় পরীক্ষা করে ওষুধ খান

| Edited By: | Updated on: Sep 10, 2022 | 2:34 PM
পেটের সমস্যা আজকাল সারাবছরই লেগে থাকে। তবে বর্ষা আর গরমে সেই সমস্যা বেশ খানিকটা বাড়ে। মূলত নোংরা জল, খাবার এসব থেকেই পেটের সমস্যা বেশি হয়। পেটের সমস্যা থেকেই আসে জন্ডিসের মত রোগ। এখান থেকেই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়লে তখনই জন্ডিস দেখা দেয়। বিলিরুবিন বাড়লে শরীরের স্বাভাবিক রক্ত চলাচলও ব্যহত হয়।

পেটের সমস্যা আজকাল সারাবছরই লেগে থাকে। তবে বর্ষা আর গরমে সেই সমস্যা বেশ খানিকটা বাড়ে। মূলত নোংরা জল, খাবার এসব থেকেই পেটের সমস্যা বেশি হয়। পেটের সমস্যা থেকেই আসে জন্ডিসের মত রোগ। এখান থেকেই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। রক্তে বিলিরুবিনের পরিমাণ বাড়লে তখনই জন্ডিস দেখা দেয়। বিলিরুবিন বাড়লে শরীরের স্বাভাবিক রক্ত চলাচলও ব্যহত হয়।

1 / 6
জন্ডিস হল অবস্থার নাম। অসুখ মূলত হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাস লিভারকে আক্রমণ করে। অনেক সময় প্রথম থেকে জন্ডিস ধরা পড়ে না। আবার কিছুক্ষেত্রে অন্য রোগের উপসর্গ হল জন্ডিস। জল বেশি করে খেলে জন্ডিস সেরে যায়। তবে জন্ডিস অবহেলা করলে সেখান থেকে পরিস্থিতি খুবই জটিল হতে পারে।

জন্ডিস হল অবস্থার নাম। অসুখ মূলত হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাস লিভারকে আক্রমণ করে। অনেক সময় প্রথম থেকে জন্ডিস ধরা পড়ে না। আবার কিছুক্ষেত্রে অন্য রোগের উপসর্গ হল জন্ডিস। জল বেশি করে খেলে জন্ডিস সেরে যায়। তবে জন্ডিস অবহেলা করলে সেখান থেকে পরিস্থিতি খুবই জটিল হতে পারে।

2 / 6
জন্ডিস মূলত তিনপ্রকার হয়। প্রিহেপাটিক, হেপাটোসেলুলার এবং পোস্ট হেপাটিক জন্ডিস। জন্ডিসের সাধারণ উপসর্গ হল চোখ আর ত্বক হলুদ হয়ে যাওয়া। আর তাই প্রথমেই চোখের দিকে খেয়াল রাখুন। এছাড়াও পেটে ব্যথা, হজম না হয়, খিদে কমে যাওয়া, জ্বর একাধিক উপসর্গ থাকে। সেই সঙ্গে ওজনও কমতে থাকে।

জন্ডিস মূলত তিনপ্রকার হয়। প্রিহেপাটিক, হেপাটোসেলুলার এবং পোস্ট হেপাটিক জন্ডিস। জন্ডিসের সাধারণ উপসর্গ হল চোখ আর ত্বক হলুদ হয়ে যাওয়া। আর তাই প্রথমেই চোখের দিকে খেয়াল রাখুন। এছাড়াও পেটে ব্যথা, হজম না হয়, খিদে কমে যাওয়া, জ্বর একাধিক উপসর্গ থাকে। সেই সঙ্গে ওজনও কমতে থাকে।

3 / 6
শরীর ক্লান্ত লাগলে, পেটে ব্যথা হলে, বিশেষ করে যদি ওজন কমে যায় বমি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সেই সঙ্গে ঘরোয়া কিছু প্রতিকারও অবশ্যই মেনে চলবেন। অড়হড় ডালের পাতাও শরীরের জন্য খুব ভাল। ৬০ মিলি লিটারের মতো জুস বের করে নিয়ে লেবুর রস মিশিয়ে খান।

শরীর ক্লান্ত লাগলে, পেটে ব্যথা হলে, বিশেষ করে যদি ওজন কমে যায় বমি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সেই সঙ্গে ঘরোয়া কিছু প্রতিকারও অবশ্যই মেনে চলবেন। অড়হড় ডালের পাতাও শরীরের জন্য খুব ভাল। ৬০ মিলি লিটারের মতো জুস বের করে নিয়ে লেবুর রস মিশিয়ে খান।

4 / 6
করলা আমাদের শরীরের জন্য খুব ভাল। করলার পাতা ৮ থেকে ১০ টা নিন। এবার তা ভাল করে ধুয়ে নিয়ে জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে খান। সারাদিনে তিনকাপ পর্যন্ত এই জল খেতে পারলে খুবই ভাল। মূলোর পাতাও কিন্তু জন্ডিসের জন্য বেশ ভাল। বেশ কিছু পরীক্ষাতেও তা দেখা গিয়েছে। মূলোর পাতা ভাল করে ধুয়ে নিয়ে ফুটিয়ে ছেঁকে খান। একাধিক উপকার পাবেন।

করলা আমাদের শরীরের জন্য খুব ভাল। করলার পাতা ৮ থেকে ১০ টা নিন। এবার তা ভাল করে ধুয়ে নিয়ে জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে খান। সারাদিনে তিনকাপ পর্যন্ত এই জল খেতে পারলে খুবই ভাল। মূলোর পাতাও কিন্তু জন্ডিসের জন্য বেশ ভাল। বেশ কিছু পরীক্ষাতেও তা দেখা গিয়েছে। মূলোর পাতা ভাল করে ধুয়ে নিয়ে ফুটিয়ে ছেঁকে খান। একাধিক উপকার পাবেন।

5 / 6
জন্ডিস এবং ডেঙ্গির যৌথ প্রতিকারে খেতে পারেন পেঁপে পাতাও। পেঁপে পাতা বেটে নিয়ে ওর সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন। তুলসি পাতা জলে ফুটিয়ে ছেঁকে খেলেও কাজে আসে।

জন্ডিস এবং ডেঙ্গির যৌথ প্রতিকারে খেতে পারেন পেঁপে পাতাও। পেঁপে পাতা বেটে নিয়ে ওর সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন। তুলসি পাতা জলে ফুটিয়ে ছেঁকে খেলেও কাজে আসে।

6 / 6
Follow Us:
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'