AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

National Pizza Day 2022: পিৎজা কাটতে কাঁচি চালালেন এই ব্যক্তি! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক জুড়লেন নেটিজ়েনরা

এক ট্যুইটার ইউজার পিত্‍জ্জা কাটার জন্য কাঁচি ব্যবহার করে ভাইরাল হয়ে গিয়েছেন। যা দেখে অধিকাংশের মত, পিত্‍জ্জা কাটার জন্য আগের পদ্ধতির চেয়ে কাঁচি দিয়ে কাটার পদ্ধতি অনেক ভাল!

National Pizza Day 2022: পিৎজা কাটতে কাঁচি চালালেন এই ব্যক্তি! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক জুড়লেন নেটিজ়েনরা
এক ট্যুইটার ইউজার পিত্‍জ্জা কাটার জন্য কাঁচি ব্যবহার করে ভাইরাল হয়ে গিয়েছেন।
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 5:59 PM
Share

ইতালির নেপলস শহর থেকে সেই যে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ল, তারপর আর পিছনে তাকিয়ে থাকতে হয়নি। গোলাকৃতি মোটা রুটির উপর বিভিন্ন স্বাদের , রকমের টপিং ও টমেটো সস দিয়ে তৈরি খাবারটি যে বিশ্বের কাছে অন্যতম সেরা আকর্ষণ হয়ে দাঁড়াবে তা আর কে জানত। স্থানভেদে স্বাদের তারতম্য হয়। তবে এই খাবার নিয়ে গবেষণার কোনও শেষ নেই। কথা হচ্ছে পিত্‍জ্জা নিয়ে।

সামনে পিত্‍জ্জার মত খাবার থাকলে কেউই নিজেকে ধরে রাখতে পারেন না। পনির, তাজা মেরিনারা সস, সুস্বাদু টপিংসের সঙ্গে মোটা ও রুক্ষ ময়দার লোভনীয় একটি মিশ্রণ, যা মুখে গেলে স্বর্গীয় স্বাদের অনুভূতি মেলে। পিত্‍জ্জাপ্রেমীরা অবশ্য পিত্‍জ্জা বলতে অন্য কিছু ভাবতেই পারেন না। তবে গোল পিত্‍জ্জা কাটার সঠিক উপায় কেমন হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পিত্‍জ্জাপ্রেমীদের মধ্যে বিতর্ক তৈরি হয়। পিত্‍জ্জা কাটার সবচেয়ে সুবিধাজনক উপায় হিসেবে সামনে এসেছে যা একেবারে অভিনব ও সহজ। এক ট্যুইটার ইউজার পিত্‍জ্জা কাটার জন্য কাঁচি ব্যবহার করে ভাইরাল হয়ে গিয়েছেন। যা দেখে অধিকাংশের মত, পিত্‍জ্জা কাটার জন্য আগের পদ্ধতির চেয়ে কাঁচি দিয়ে কাটার পদ্ধতি অনেক ভাল!

@abidickinson ট্যুইটার অ্যাকউন্ট থেকে পোস্ট করা ওই ট্যুইটটি আপাতত ভাইরাল। ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি লাইক পেয়েছে। কাঁচি দিয়ে পিত্‍জ্জা কাটছি! পোস্টটি ঘিরে কৌতূহলের শেষ নেই নেটজ়েনদের। শুরু হয়েছে মন্তব্যের ঝড়ও। তবে কাঁচি দিয়ে পিত্‍জ্জা কাটার পদ্ধতিতে নিয়ে দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। কাঁচি ব্যবহারের পাশাপাশি অনেকে আবার পিত্‍জ্জা ও স্যান্ডউইচ কাটার জন্য কাঁচির ছবি শেয়ার করেছেন।

প্রসঙ্গত, প্রতি বছর বিশ্ব পিত্‍জ্জা দিবস হিসেবে সারা দেশে পিত্‍জ্জা চাহিদা দ্বিগুণ হয়েছিল। আর সেই উপলক্ষ্যেই এই পোস্টটি দ্রুততার সঙ্গে ভাইরাল হয়ে যায়। অবিনয় আইডিয়া ও সহজে কাজ করার সুবিধার জন্য এমন ভাইরাল পোস্ট কিন্তু আখেরে লাভেরই। তবে আপনার যদি আরও অন্য কোনও আইডিয়া থেকে থাকে, তাহলে নীচের কমেন্ট বক্সে নিজের মতামত লিখতে পারেন।

আরও পড়ুন: Endless Supply Of Chocolate: চকোলেটের অফুরন্ত ভাণ্ডার!কীভাবে পাবেন, দেখুন ভাইরাল ‘ম্যাজিক ট্রিকস’ ভিডিয়োটি…