বাঙালির রান্নাঘরে ঘি থাকবে না তা হয় না। লুচি ভাজা থেকে গরম খিচুরি, একবার ছড়িয়ে দিলেই খাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। স্বাদে-গন্ধে অতুলনীয় হয়ে ওঠে রান্না। কিন্তু জানেন কি, সেই ঘি দিয়েই কিন্তু হতে পারে ত্বকের যত্ন। এমনিতেই বিয়ের মরসুম। এই সময়ে একটা থেকে দু’টো বিয়েবাড়ি তো সকলের আছে। তাই ত্বকের জেল্লা ফিরে পেতেই হবে। আর চট করে জেল্লা ফিরে পেতে হলে কিন্তু মুশকিল আসান হতে পারে ঘি। কী ভাবে ঘি দিয়ে ত্বকের যত্ন নেবেন? রইল টিপস।
শুষ্ক ত্বকের পরিচর্যায় – শীতে বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক শুকিয়ে যায়। অল্প পরিমাণে ঘি নিয়ে হাত পা, কনুই ও হাঁটুতে লাগিয়ে হাল্কা করে মালিশ করে নিন। নিয়মিত তা করলে ত্বকের শুষ্কতা থেকে রেহাই মিলবে।
ঠোঁটে ব্যবহার – ঘুমোতে যাওয়ার আগে আঙুলে অল্প একটু ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। বৃত্তাকার গতিতে হালকা হাতে মালিশ করুন কয়েক মিনিট। পরদিন সকালে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে কোমল।
বলিরেখা আটকাতে – ঘি-তে রয়েছে ভিটামিন ই। তাই ত্বকে পুষ্টি জোগাতে বিশেষ কার্যকরী। চোখ ও কপালের বলিরেখা এবং চোখের ক্লান্তি দূর করতে উপযোগী ঘি। ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল।
গোড়ালি ফাটা রুখতে – শীতে অনেকেই এই সমস্যায় ভুগতে থাকেন। প্রতি রাত্রে শোওয়ার আগে গোড়ালিতে ঘি মেখে নিন, উপকার পাবেন।