টিকাকরণ শুরু হওয়ার পর ভারতের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেশ কিছু দেশ তাদের দরজা খুলে দিয়েছিল ভারতীয়দের জন্য। তবে কিছু দেশ ভারতীয় পর্যটকদের জন্য ভীষণ কড়াকড়ি নিয়ম করেছিল, একেবারেই বন্ধ রেখেছিল সেই দেশে প্রবেশাধিকার। কোভিড কাঁটা নিচের দিকে নামায় কিছু বিশেষ কোভিডবিধি মেনেই এই দেশগুলো ভারতীয় পর্যটকদের জানাচ্ছে আমন্ত্রণ।
এই ৪ দেশে ফিরছেন আপনি এখন ঘুরতে যেতে পারেন:
১) যুক্তরাষ্ট্র:
৮ অগস্ট থেকে যুক্তরাষ্ট্র ভারতকে হাই অ্যালার্ট ‘রেড লিস্ট’ থেকে মিডিয়াম অ্যালার্ট ‘অ্যাম্বার লিস্ট’-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর অর্থ কী? এখন ভারতীয় পর্যটকরা এদেশে প্রবেশ করতে পারবে, তবে ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং দেখে ঢোকার আগের দু-দিনের মধ্যে করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ হতে হবে।
২) সংযুক্ত আরব আমিরসাহি:
৫ অগস্ট অবধি এদেশে ভারতীয় বিমান প্রবেশ নিষেধ ছিল। তবে ৭ অগস্ট থেকে ভারতীয়রা একমাত্র ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলেই এদেশে প্রবেশের অনুমতি পাবেন।
৩) স্পেন:
সুখবর। স্পেন এখন ভারতীয় পর্যটকদের জন্য দরজা খুলে দিল। তবে কোভ্যাকসিন নেওয়া থাকলে এদেশে ঠাঁই হবে না আপনার। কেবল কোভিশিল্ডের দুটো ডোজ নেওয়া থাকলেই আপনি যেতে পারেন এদেশে।
৪) আমেরিকা যুক্তরাষ্ট্র:
এদেশে প্রবেশ করতে হলেও ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া প্রয়োজন ভারতীয় পর্যটকদের।