বাঙালির উত্সব না হলেও, সারা দেশজুড়ে পালিত হচ্ছে হরিয়ালি তিজ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমার পর তৃতীয় দিনে হরিয়ালি তিজ পালিত হয়। এই ব্রত অনুষ্ঠানে শিব এবং দেবী পার্বতীর মিলনকে চিহ্নিত করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, পার্বতীর সৌভাগ্যবতী হতে বিবাহিতারা ষোল শৃঙ্গারে সাজান। সেই সাজের মধ্যে থাকে চুড়ি, টিপ, নোলক, কানের দুল, টিকলি, সুন্দর সুন্দর পোশাক, পায়ের আঙ্গোট, মেহেন্দি প্রভৃতি। প্রকৃতি এও সাজের মধ্যেও রয়েছে সবুজের ছোঁয়া। মেহেন্দি, চুড়ি এই সব এই বিশেষ দিনে মহিলারা পরে থাকেন। মনে করা হয়, স্বামীসৌভাগ্য যত বেশি, তাঁর মেহেন্দির রঙ তত গাঢ় হয়ে থাকে।
অনেকের হাতে মেহেন্দির গাঢ় হয় না, আবার অনেকের খুব তাড়াতাড়ি হাত থেকে সাফ হয়ে যায়। এমন অবস্থায় মেহেন্দির রঙ যাতে দীর্ঘদিন ও গাঢ় থাকে তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে প্রতিকার মিলতে পারে।
লেবুর রস ও চিনি
হরিয়ালি তিজ উপলক্ষ্যে অধিকাংশ মহিলা দু-হাত ভরে মেহেন্দি পরেন। মেহেন্দির রঙ যাতে দীর্ঘদিন ও গাঢ় হয় তার জন্য মেহেন্দির ডিজাইনের উপর চিন মেশানো লেবুর রস লাগাতে পারেন। গোটা মেহেন্দির ডিজাইনে এইভাবে লেবুর রস ও চিনি মেশালে মেহেন্দি পরা হাত দুটি ময়েশ্চারাইজড হয়ে যায়, দ্রুত রঙ গাঢ় করতেও সাহায্য করে।
ইউক্যালাপটাস তেল
হাতে হেনা ব্যবহার করার পর এই সুগন্ধি তেল ব্যবহার করতে পারেন। সারারাত মেহেন্দির ডিজাইনে এই তেল লাগিয়ে রাখলে দারুণ কার্যকরী হয়। এর জেরে বহুদিন হাতে ডিজাইন ধরে থাকে ও রঙও গাঢ় হয়।
স্টোভ
এই পদ্ধতিতে হাতের মেহেন্দির রঙ গাঢ় করতে ও বহুদিন ধরে বজায় রাখতে স্চোভের আগুনে সাবধানে সেঁকে নিতে পারেন। তবে এই উপায় অন্যান্য পদ্ধতির তুলনায় মারাত্মক। বিপদ এড়িয়ে এই পদ্ধতি অনুসরণ করলে ফল মিলবে ভাল।
পেট্রোলিয়াম জেলি
মেহেন্দি পরার পর কোনওভাবেই জলে হাত দেবেন না। তবে জল থেকে মেহেন্দির ডিজাইনকে বাঁচাতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এর দ্বারা শুধু জল প্রতিরোধ করাই যাবে , তা নয়, হেনার রঙ গাঢ় হতেও সাহায্য করবে।
আরও পড়ুন: গো বোল্ড অর গো হোম! এই মেকআপ মন্ত্রেই মাত করুন পার্টির মেজাজ!