আপনার কোন ভুলে তৈলাক্ত ত্বক আরও তেলতেলে হয়ে উঠছে? জেনে নিন

utsha hazra |

Mar 24, 2021 | 11:31 PM

ত্বক নিয়ে বর্তমানে সবাই বেশ সচেতন। ঠিক কোন কোন কারণের জন্য তৈলাক্ত ত্বক আরও তেলতেলে হয়ে ওঠে জানেন কি?

আপনার কোন ভুলে তৈলাক্ত ত্বক আরও তেলতেলে হয়ে উঠছে? জেনে নিন
তৈলাক্ত ত্বক

Follow Us

ত্বক মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে প্রায় প্রত্যেকেই নিজের নিজের ত্বক নিয়ে বেশ সচেতন। ট্যান কিংবা চামড়া অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া বেশ ভাবায় সবাইকে। তবে তৈলাক্ত ত্বক চামড়াকে হাইড্রেট করতে সাহায্য করে। কিন্তু ত্বক অতিরিক্ত তেলতেলে হলে আবার বেশ সমস্যা। জানেন কী জন্য অতিরিক্ত অয়েলি হয়ে ওঠে চামড়া।

জল কম খাওয়া ত্বক তেলতেলে হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। জল কম খেলে ত্বক থেকে যে রস ক্ষরণ হয় তা ত্বক কে আরও তৈলাক্ত করে দেয়। তার ফলে ব্রণ ওঠার সম্ভাবনা খুব বেশী হয়।

আরও পড়ুন:ব্যাগি জিনস-ঢোলা জিনস এখন ফ্যাশনে ইন? স্কিনি জিনস কি তবে আউট?

বর্তমানে বাজারে বিভিন্ন রকমের এসেনশিয়াল ওয়েল পাওয়া যায়। কিন্তু তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে সঠিক তেল নির্বাচন করা খুবই প্রয়োজন। যেমন যাদের অয়েলি স্কিন তাদের একদমই নারকেল তেল ব্যবহার করা উচিৎ নয়।

যেহেতু আপনার তৈলাক্ত ত্বক তা বলে ভাববেন না যে আপনার মশ্চারাইজার ব্যবহার করা উচিৎ নয়।প্রত্যেক ধরণের ত্বকেরই চাই সঠিক মশ্চারাইজার। ত্বকের বৈশিষ্টের উপর নির্ভর করে। তবে ভুল মশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আরও তেলতেলে হয়ে যায়।

আরও পড়ুন:এ বছর মালদ্বীপে যাওয়ার প্ল্যান? জেনে নিন নিয়মাবলি

মেক আপ এখন সবাই ব্যবহার করে। নিজের ত্বকের জন্য সঠিক মেক আপ ব্যবহার করা ভীষণ জরুরি। তবে শুধু মেক আপ নয় বাইরের জাঙ্ক খাবার ত্বকে অনেক প্রভাব ফেলে। বাইরের প্যাকেটের খাবার কিংবা ভাজা খাবার ত্বকের ক্ষতি করে। তাই খাবার ত্বক ঠিক রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Next Article