ব্যাগি জিনস-ঢোলা জিনস এখন ফ্যাশনে ইন? স্কিনি জিনস কি তবে আউট?
জেনজ়েড ব্র্যান্ডের কথা অনুযায়ী স্কিনি জিনস এখন আর চলে না।
নব্বই দশকের ঐতিহ্যবাহী ফ্যাশন আবার ফিরে এসেছে। সেই ফ্লেয়ার্ড জিন্স, ব্যাগি জিন্স, পা-ঢাকা লম্বা ট্রাউজ়ার্স আবার ট্রেন্ডিং। দীপিকা পাডুকোন থেকে দিশা পাটানি কিংবা কৃতী শ্য়ানন-সবার ফ্লেয়ার্ড জিনস নজর কেড়েছে নেটিজ়েনদের। জেনজ়েড ব্র্যান্ডের কথা অনুযায়ী স্কিনি জিনস এখন আর চলে না।
মানুষের কাজের ধরণ বদলে যাচ্ছে। কর্মসূত্রে আগের তুলনায় মহিলাদের অনেক বেশি বাড়ির বাইরে বেরতে হয়। তাই সবার আগে পোশাক হতে হবে কমফর্টেবল। সেক্ষেত্রে ঢিলে জিনস বা ব্যাগি জিনস এখন ফ্যাশনে ইন।
আরও পড়ুন : এ বছর মালদ্বীপে যাওয়ার প্ল্যান? জেনে নিন নিয়মাবলি
বেশিরভাগ ভারতীয় স্টাইলিস্টই এখন ঢোলা জিনসকে নম্বর বেশি দিচ্ছেন। হিউমেন ব্র্যান্ডের মালিক প্রণব মিশ্র সংবাদমাধ্য়মকে বলেছেন, “ফ্যাশন একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে। একটা জিনিস যায়, অন্যটা ফেরত আসে। এখন যেহেতু মানুষ কমফর্টেবল এবং রিল্যাক্সিং পোশাক পছন্দ করে। তাই ব্যাগি জিনসই বেশি চলছে।” একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের মালিক জেনিফার ফয়েল জানান, সারা পৃথিবীজুড়ে মহিলারা ঢিলে জিন্স বেশি পছন্দ করছেন। আপাতত পাঁচ ধরনের জিনস ফ্যাশনে ইন: ব্যুটলেগ জিনস, ব্যারেল জিনস, স্ট্রেট লেগড জিনস, হাই-ওয়েস্ট প্যান্ট এবং ক্রপড জিনস। তবে আর দেরি কীসের? আপনিও চটজলদি পাল্টে ফেলুন আপনার ফ্যাশন, থুড়ি জিনস স্টেটমেন্ট।