AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tips for Hair: টাক মাথা নিয়ে চিন্তায় পড়েছেন? সর্ষের তেলের সঙ্গে এটা মিশিয়ে মাখলেই গজাবে চুল

আজকাল চুল পড়ার সমস্যায় ভুগছেন কমবেশি সকলে। এর ফলে বাজার থেকে অনেক দাম দিয়ে নানা পণ্য কেউ কেউ ব্যবহার করেন। তাতে কোনও সময় অল্প কাজ হয়, কখনও আবার কাজই হয় না। এ বার ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন চুল পড়া আটকাতে পারেন কি না।

Tips for Hair: টাক মাথা নিয়ে চিন্তায় পড়েছেন? সর্ষের তেলের সঙ্গে এটা মিশিয়ে মাখলেই গজাবে চুল
টাক মাথা নিয়ে চিন্তায়? সর্ষের তেলের সঙ্গে এটা মিশিয়ে মাখলেই গজাবে চুল
| Updated on: Jul 23, 2025 | 3:09 PM
Share

মুঠো মুঠো চুল পড়ছে? প্রায় টাক পড়ার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে? বহু তেল মেখেছেন? নানা ওষুধ খেয়েছেন? তাতেও হচ্ছে না কাজ? এই যে একগুচ্ছ প্রশ্নের কথা বলা হল, সেগুলের উত্তরে আপনি যদি হ্যাঁ বলেন, তা হলে কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে। মাথা থেকে সব চুল ভ্যানিশ হওয়ার আগে একবার ট্রাই করে দেখুন এই টিপস। ঘরোয়া প্রতিকার কাজে লাগালেই টাক মাথায় রাতারাতি গজাবে চুল।

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একখানা ছোট পাত্র নিন। তাতে চার চামচ সর্ষের তেল দিন। একে অল্প পরিমাণে মেথি দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর সেই তেলটি ঠান্ডা করে রাত্রিবেলা ঘুমোনোর আগে মাথায় ভালো করে মেখে নিতে হবে। এরপর সকালে স্নান করার সময় চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে। মাথা থেকে সব চুল ঝরে যাওয়ার আগে এই প্রতিকার কাজে লাগিয়ে দেখতে পারেন। কে বলতে পারে আপনার চুল এই টোটকায় ঝরা বন্ধ হয়ে যেতেই পারে।

সর্ষের তেলে মেথি ছাড়া আর কী কী দিয়ে মাখলে নতুন চুল গজাবে?

  • এক পাত্রে চার টেবিল চামচ সর্ষের তেলে কয়েকটা কারিপাতা দিয়ে ফোটান। ওই তেল ঠান্ডা হলে মাখায় মেখে নিন। আধঘণ্টা সেই অবস্থায় থেকে শ্য়াম্পু করুন। মাথায় নতুন চুল গজাবে এটা নিয়মিত করলে।
  • অল্প পরিমাণে সর্ষের তেলে জবা ফুল দিয়ে গরম করে নিন। সেই তেল ঠান্ডা হলে মাথায় মাখতে হবে। আধঘণ্টা রেখে শ্যাম্পু করুন এতে চুল ঝলমলে হবে এবং চুলের গোড়া শক্ত হবে।