AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sindoor Culture: কেন সিঁদুর ব্যবহার করে হিন্দুরা? কবে থেকে শুরু হল ব্যবহার?

Sindoor Culture: এয়ো স্ত্রীয়েরা তাঁদের বিবাহের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে এই সিঁদুর ধারণ করে তাঁরা। এই কথা আমাদের প্রায় সকলের জানা। কিন্তু কেন সিঁদুর পরা হয়? কী ভাবে শুরু হল সিঁদুর পরিধানের সংস্কৃতি? ইতিহাসটা জানা আছে?

Sindoor Culture: কেন সিঁদুর ব্যবহার করে হিন্দুরা? কবে থেকে শুরু হল ব্যবহার?
| Updated on: May 08, 2025 | 1:18 PM
Share

ভারতীয় নারীদের সিঁদুরের মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনা। ২২ তারিখ হিন্দুদের উপর নির্মম গুলি চালাতে চালাতে জঙ্গিরা বলেছিল ‘যাও গিয়ে মোদী কে বল…।’ ৭ তারিখ মধ্যরাতে ভারতীয় বিমান অতর্কিতে পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছে ৯টি জঙ্গি ঘাঁটি। ভবলীলা সাঙ্গ হয়েছে ৮০ জন জঙ্গির।

ভারতীয় সেনা এই অপারেশনের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় যাঁদের সিঁদুর মোছার চেষ্টা করেছিল, তাঁদেরকে সম্মান জানাতে, সেই হামলার প্রতিশোধ তুলতেই এই নাম। স্ত্রী ও সন্তানের সামনে হত্যা করা হয়েছিল ২৬ জন নিরাপরাধকে। ভারতীয় হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিঁদুর। এয়ো স্ত্রীয়েরা তাঁদের বিবাহের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে এই সিঁদুর ধারণ করে তাঁরা। এই কথা আমাদের প্রায় সকলের জানা। কিন্তু কেন সিঁদুর পরা হয়? কী ভাবে শুরু হল সিঁদুর পরিধানের সংস্কৃতি? ইতিহাসটা জানা আছে?

সিঁদুর আসলে ঐতিহ্যবাহী লাল বা কমলা পাউডারের মতো এক উপাদান। সিঁদুর কেবল একটি প্রসাধনী পণ্য নয়। ভারতীয় সমাজ, তার সংস্কৃতি, ধর্মীয় এবং সামাজিক বিশ্বাসের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে এই সিঁদুর।

সিঁদুরের ব্যবহার সঠিক কবে থেকে শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা যায় না। তবে প্রাচীনকাল থেকেই এই সিঁদুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। হাজার হাজার বছর আগেও। পুরাণ এবং মহাভারতের মতো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং মহাকাব্যগুলিতেও সিঁদুরের উল্লেখ পাওয়া যায়। সিন্ধু সভ্যতার (প্রায় ৩৩০০-১৩০০ খ্রিস্টপূর্বাব্দ) প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় যে, সেই সময়ে মহিলারা তাঁদের বিয়ের পর বিদায়ের সময় এক ধরনের লাল গুঁড়ো লাগাতেন। ঐতিহ্যগতভাবে, হলুদ এবং চুনের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সিঁদুর তৈরি করা হত, যা একত্রিত হলে লাল রঙের হয়ে যেত।

হিন্দু মতে বিয়ের দিন স্বামী, স্ত্রীকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দেন। হিন্দু বিশ্বাস অনুসারে, প্রতিদিন সিঁদুর পরলে স্বামীর সমৃদ্ধি এবং দীর্ঘায়ু হয়। সিঁদুরের লাল রঙকে শুভ বলে মনে করা হয়।