Lips Care Tips: শীতের চেয়ে বেশি ঠোঁট শুকিয়ে যাচ্ছে? এই উপায়ে কোমল রাখুন ওষ্ঠদ্বয়কে

Apr 01, 2025 | 12:01 AM

Lips Care Tips: মাত্রাতিরিক্ত গরমে ঠোঁট রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। এমন দাবদাহে ঠোঁটের নিয়মিত যত্ন না নিলে শুকিয়ে যেতে বাধ্য। শুষ্ক ঠোঁটে ওষ্ঠরঞ্জনী ব্যবহার না করে, বরং মসৃণ করে তোলার চেষ্টা করুন।

Lips Care Tips: শীতের চেয়ে বেশি ঠোঁট শুকিয়ে যাচ্ছে? এই উপায়ে কোমল রাখুন ওষ্ঠদ্বয়কে

Follow Us

গরমেও ঠোঁট অত্যধিক শুষ্ক হয়ে যায়। মূলত সঠিক পরিচর্যার অভাবেই এমন হয়। গরমে ত্বক তো বটেই, রোজের রূপ চর্চায় ঠোঁটের পরিচর্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাত্রাতিরিক্ত গরমে ঠোঁট রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। ঠোঁটের নিয়মিত যত্ন না নিলে শুকিয়ে যেতে বাধ্য। ফেটে রক্তারক্তি কাণ্ড হতে পারে। শুষ্ক ঠোঁটে তখন কেবল লিপস্টিক লাগালে হবে না। ওষ্ঠরঞ্জনী ব্যবহার না করে, বরং ভিতর থেকে মসৃণ করে তোলার চেষ্টা করুন। কোমল গোলাপি ঠোঁট পেতে কী করবেন?

১) স্ক্রাবিং ঠোঁটের মৃত কোষ সরিয়ে ঠোঁটের কোমলতা বজায় রাখতে সাহায্য করে। ত্বক ছাড়াও ঠোঁটেও জমতে পারে এমন মৃত কোষ। সেই জন্য ঠোঁটের এক্সফোলিয়েশন অত্যন্ত জরুরি। ঠোঁটের উপযোগী অনেক সিরাম পাওয়া যায়। সেগুলিও লাগাতে পারেন।

২) লিপস্টিক ঠোঁটকে বেশি রুক্ষ করে তোলে। তাই লিপস্টিকের পরিবর্তে এই গরমে লিপ বাম ব্যবহার করতে পারেন। লিপ বাম ঠোঁটের খুব ভাল ময়েশ্চারাইজার। লিপ বাম ঠোঁট ফাটতে দেয় না। একই সঙ্গে মসৃণ রাখতেও সাহায্য করে।

৩) ঠোঁটের যত্ন নিতে ব্যবহার করতে পারেন লিপমাস্ক। গরম আবহাওয়ায় লিপমাস্ক ঠোঁট ফাটা ও শুকিয়ে যাওয়া রোধ করে। লিপমাস্ক ঠোঁটের হারানো লাবণ্য ফিরিয়ে আনতে দারুণ কাজ করে।

 

Next Article