AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গলায় ভালবাসার চিহ্ন? এই ৪ টোটকায় ঢেকে ফেলুন হিকি

Hickey-Love Bite: ঘাড়, গলা, বুক, উরুর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। তাই এই সব অংশে একটু চাপ পড়লেই রক্ত সঞ্চালন ব্যাহত হয়। ওই অংশ কখনও নীল হয়ে যায় আবার কখন গাঢ় লাল। হিকি কয়েকদিনের মধ্যেই মিলিয়ে যায়। আবার কোনও-কোনও ক্ষেত্রে এই লাভ বাইট ১৪ দিন পর্যন্ত আপনার ঘাড়ে-গলায় থেকে যেতে পারে।

গলায় ভালবাসার চিহ্ন? এই ৪ টোটকায় ঢেকে ফেলুন হিকি
| Updated on: Jan 16, 2024 | 3:04 PM
Share

হিকির রঙের রোল রয়েস—’অ্যানিম্যাল’ ছবির এই দৃশ্য প্রায় সকলেরই দেখা। কিন্তু আপনি যে হিকি নিয়ে বন্ধুদের সামনে বা অফিসে যেতে পারবেন না। আদরে মেতে উঠলে খেয়াল থাকে না, যে কোনও জায়গায় ফুটে উঠতে পারে ভালবাসার চিহ্ন। যৌনতায় মেতে ওঠার সময় উত্তেজনার বশে সঙ্গীর শরীরে ফুটে ওঠে লাভ বাইট। এই হিকি কমবেশি সকলেই পছন্দ করেন। কিন্তু গাঢ় দাগ নিয়ে সকলের চোখ এড়ানো সম্ভব নয়। তাই হিকি ঢাকার উপায় জেনে রাখা দরকার।

ঘাড়, গলা, বুক, উরুর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। তাই এই সব অংশে একটু চাপ পড়লেই রক্ত সঞ্চালন ব্যাহত হয়। ওই অংশ কখনও নীল হয়ে যায় আবার কখন গাঢ় লাল। হিকি কয়েকদিনের মধ্যেই মিলিয়ে যায়। আবার কোনও-কোনও ক্ষেত্রে এই লাভ বাইট ১৪ দিন পর্যন্ত আপনার ঘাড়ে-গলায় থেকে যেতে পারে। সঙ্গীর কামড় জোরাল হলে ওই অংশ ব্যথাও হয়ে থাকে। এক্ষেত্রে কোন টোটকা মেনে চললে হিকির দাগ ও ব্যথা কমবে? রইল টিপস।

অ্যালোভেরা জেল: ত্বকের যে কোনও সমস্যায় কার্যকর ভূমিকা পালন করে অ্যালোভেরা জেল। এমনকি হিকি দূর করতেও উপকারী অ্যালোভেরা জেল। লাভ বাইটের উপর শুধু অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। এটি আপনার ত্বকের উপর ক্ষতকে নিরাময় করে এবং দাগছোপ দূর করতে সাহায্য করে। পাশাপাশি অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেট রাখে। এতে হিকির হাত থেকে চটজলদি নিস্তার পাওয়া যায়।

পিপারমিন্ট স্প্রে: লাভ বাইটের কারণে ওই অংশে রক্ত জমাট বেঁধে যায়। সেটাই দাগ হয়ে যায়। হিকির উপর আপনি পিপারমিন্ট স্প্রে করতে পারেন। এই স্প্রে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বজায় রাখবে। লাভ বাইটের দাগও হালকা করবে। প্রয়োজনে আপনি হিকির উপর পিপারমিন্টের তেল মালিশ করতে পারেন।

কলার খোসা: কলার খোসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকে একাধিক উপকারিতা এনে দেয়। আপনি লাভ বাইটের উপর কলার খোসা ঘষতে পারেন। এতে দাগ দ্রুত মিলিয়ে যাবে।

বরফ: হিকির উপর বরফ ঘষে নিন। এতে ব্যথা ও দাগ দুটোই মিলিয়ে যাবে।