AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Homemade Face Cream: শ’খানেক টাকা খরচ না করে বাড়িতে বানান ফেস ক্রিম, মুখে পাবেন কেশরের কোমলতা

Saffron Face Cream: বাজারেও নানা ধরনের ফেস ক্রিম পাওয়া যায়। কিন্তু বাজারচলতি ফেস ক্রিমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। ত্বকের যত্ন নিতে আজকাল অনেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করেন। এবার ফেস ক্রিম হিসেবে অ্যালোভেরা জেলের সঙ্গে কেশরও ব্যবহার করুন। 

Homemade Face Cream: শ'খানেক টাকা খরচ না করে বাড়িতে বানান ফেস ক্রিম, মুখে পাবেন কেশরের কোমলতা
| Updated on: Jul 02, 2024 | 7:38 PM
Share

হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং ক্রিম ছাড়া ত্বকের যত্ন হয় না। এমনকি তৈলাক্ত ত্বকেরও প্রয়োজন ফেস ক্রিম। বেশিরভাগ মানুষই হালকা ও হাইড্রেটিং ফেস ক্রিমের সন্ধানে থাকেন। এতে সহজেই এড়ানো যায় ব্রণ, ত্বকের শুষ্কভাব। যে কারণে বাজারেও নানা ধরনের ফেস ক্রিম পাওয়া যায়। কিন্তু বাজারচলতি ফেস ক্রিমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। ত্বকের যত্ন নিতে আজকাল অনেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করেন। এবার ফেস ক্রিম হিসেবে অ্যালোভেরা জেলের সঙ্গে কেশরও ব্যবহার করুন।

অ্যালোভেরা ও কেশরের তৈরি ফেস ক্রিম নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন। এই হোমমেড ফেস ক্রিম সূক্ষ্ম রেখা, বলিরেখা, দাগছোপ এবং বার্ধক্যের অন্যান্য লক্ষণকে প্রতিরোধ করে। আর যেহেতু এই ফেস ক্রিম জেল আকারে তৈরি হয়, তাই ব্যবহার করাও সহজ হয়। নিয়মিত অ্যালোভেরা ও কেশরের ফেস ক্রিম মাখলে ত্বকের টেক্সচার উন্নত হয় এবং ত্বক পুষ্টি পায়। মুখে এই ক্রিম দিয়ে মালিশ করলে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয়। এতেও ত্বকের সমস্যা কমে।

বাড়িতে যেভাবে তৈরি করবেন অ্যালোভেরা ও কেশরের ক্রিম-

কেশর যেন নকল না হয়, সে দিকে খেয়াল রাখবেন। ভাল মানের কেশরের কয়েকটা টুকরো নিন এবং গরমে জলে ভিজিয়ে রাখুন। একটি বাটিতে ২ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল নিন। এতে ১ চামচ আমন্ড অয়েল, ২ ভিটামিন ই ক্যাপসুলের তেল নিয়ে মিশিয়ে নিন। একদম শেষে কেশর ভেজানো জল ও গোলাপ জল মিশিয়ে ফেটিয়ে নিন। তৈরি অ্যালোভেরা ও কেশরের ক্রিম। এয়ার টাইট কৌটোতে ভরে নিন অ্যালোভেরা ও কেশরের ক্রিম। এই ক্রিমটা আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিন। এরপর এই হোমমেড ক্রিম নিয়ে মুখে মালিশ করুন। এই ফেস ক্রিম আপনার ত্বককে পুনরুজ্জীবিত করে তুলবে। পাশাপাশি কমাবে ত্বকের সমস্যা।