Pre Pujo Skin Care: পুজোর মুখে হাইড্রা ফেসিয়াল করাবেন ভাবছেন? এই নিয়ম কিন্তু মানতেই হবে

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 24, 2024 | 1:05 PM

Hydra Facial: এ বছর হাইড্রা ফেসিয়ালের জয় জয়কার। রোদে পোড়া দাগ থেকে শুরু করে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দূর করতে দিতে পারে হাইড্রা ফেসিয়াল। এই ফেসিয়াল করালে এটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে। অর্থাৎ, ডিপ ক্লিনিং করে।

Pre Pujo Skin Care: পুজোর মুখে হাইড্রা ফেসিয়াল করাবেন ভাবছেন? এই নিয়ম কিন্তু মানতেই হবে

Follow Us

সারাবছর ফেসিয়াল না করালেও পুজোর মুখে পার্লারে যেতেই হবে। ফেসিয়াল ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য উন্নত করে। বাজারে বিভিন্ন ধরনের ফেসিয়াল উপলব্ধ। কিন্তু এ বছর হাইড্রা ফেসিয়ালের জয় জয়কার। রোদে পোড়া দাগ থেকে শুরু করে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দূর করতে দিতে পারে হাইড্রা ফেসিয়াল। এই ফেসিয়াল করালে এটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে। অর্থাৎ, ডিপ ক্লিনিং করে। কিন্তু শুধু হাইড্রা ফেসিয়াল করালেই চলবে না। এই ফেসিয়াল করানোর আগে কিছু নিয়ম আপনাকে মানতেই হবে। তবেই পাবেন পুজোয় উজ্জ্বল ত্বক।

হাইড্রা ফেসিয়াল করানোর আগে যে সব বিষয় মাথায় রাখবেন-

১) যে কোনও ত্বকের জন্যই উপযুক্ত হাইড্রা ফেসিয়াল। ব্রণ, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনের সমস্যা দূর করে এই ফেসিয়াল। কিন্তু আপনার সেনসিটিভ ত্বক হলে, এই ফেসিয়াল এড়িয়ে চলুন।

২) হাইড্রা ফেসিয়াল করানোর ৪৮ ঘণ্টা আগে ত্বকে কোনও নতুন পণ্য মাখবেন না। দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করবেন না। এমনকি হাইড্রা ফেসিয়াল করানোর পরও ত্বকে কোনও এক্সফোলিয়েটর বা ক্রিম ব্যবহার করবেন না।

৩) হাইড্রা ফেসিয়াল করানোর আগে ও পরে থ্রেডিং করানো চলবে না। এমনকি ওয়াক্সিংও করাবেন না। এতে ত্বকে র‍্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৪) হাইড্রা ফেসিয়াল করালে তার আগে বা পরে লেজ়ার ট্রিটমেন্ট বা বোটক্স করানো চলবে না।

৫) সকালে হাইড্রা ফেসিয়াল করালে রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখবেন। তবে, ফেসিয়াল সবসময় রাতে করানো উচিত। এতে ত্বক সময় পাবেন পুনরুদ্ধার হওয়ার।

৬) পুজোর একদম মুখে হাইড্রা ফেসিয়াল করাবেন না। পুজো শুরুর কমপক্ষে ১০-১৪ দিন আগে হাইড্রা ফেসিয়াল করান।

Next Article