Reuse Old Saree: মায়ের পুরোনো শাড়িকে নতুনভাবে ব্যবহার করবেন কীভাবে? রইল টিপস
TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Oct 15, 2021 | 8:16 PM
দুর্গাপুজো শেষ। দিওয়ালি আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এই দিওয়ালিতে নতুন পোশাক কিনতে হবে না। বাড়িতে থাকা পুরোনো শাড়িকে কেটেই তৈরি করে ফেলতে পারেন নতুন পোশাক।
1 / 6
মায়ের পুরোনো শাড়িকে নতুনভাবে পরার সহজ উপায়। হাতের কাছে যদি ভাল দরজি পান তাহলে আর কোনও কথাই নেই। স্কার্ট বানিয়েই নিতে পারেন। সঙ্গে ভাল শার্ট। আর ম্যাচিং গয়না পড়লে সাজ পুরো কমপ্লিট।
2 / 6
পুরোনো বেনারসি কী করবেন বুঝে উঠতে পারছেন না। অনেক পুরোনো হয়ে যাওয়ায় ড্রেস করলেও ছিঁড়ে যাওযার ভয়। তাহলে দোপাট্টা হিসেবে সহজেই বানিয়ে নিতে পারেন পুরোনো বেনারসি।
3 / 6
শাড়ি, সালওয়ার পুরোনো হয়ে গিয়েছে। বিয়েবাড়িতে আর পড়তে ইচ্ছে হচ্ছে না। মায়ের শাড়ি দিয়ে তৈরি করে ফেলতে পারেন এথনিক ড্রেস।
4 / 6
মায়ের দুই রকমের শাড়ি অনেকদিন ধরে আলমারিতে পড়ে আছে। দুই শাড়িক কম্বিনেশনে বানিয়ে ফেলতে পারেন স্য়ুট।
5 / 6
পুরোনো শাড়ি দিয়ে যদি স্টাইলিস্ট কিছু তৈরি করতে চান। তাহলে স্টাইলিস্ট জ্যাকেট রাখতে পারেন তালিকায়।
6 / 6
প্যান্টস্যুট পরতে ভালবাসেন। তাহলে পুরোনো শাড়ি কেটে কিন্তু সহজেই বানাতে পারেন প্যান্ট স্যুট। কিন্তু অবশ্যই ভাল দরজিকে দিয়ে তৈরি করবেন।