AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Green Tea for Skin Care: বার্ধক্যের ছাপ কমিয়ে ত্বকের জেল্লা ফেরাতে চান? এ বার গ্রিন টি ঠিক এইভাবে মুখে লাগান

অনেকেই জানেন না, এই চায়ের মধ্যে লুকিয়ে রয়েছে ত্বক উজ্জ্বল করার রহস্য। বার্ধক্যের ছাপ কমিয়ে ত্বকের জেল্লা ফেরাতে গ্রিন টি মুখে লাগাতে পারেন।

Green Tea for Skin Care: বার্ধক্যের ছাপ কমিয়ে ত্বকের জেল্লা ফেরাতে চান? এ বার গ্রিন টি ঠিক এইভাবে মুখে লাগান
গ্রিন টি শুধু খেয়েই লাভ হয় না, মুখে লাগালেও হয় হাজার উপকারImage Credit: Canva
| Updated on: Jul 27, 2025 | 10:00 AM
Share

Green Tea for Skin Care: ওজন কমাতে গ্রিন টি বেশ কার্যকরী। যারা ওজন কমানোর চেষ্টায় রয়েছেন, তাদের অনেকে দিনে ৩-৪ বার গ্রিন টি খান। ঘুম থেকে উঠে, অফিসে কাজের ফাঁকে সবুজ চায়ের কাপে চুমুক দিচ্ছেন বারবার। একদিকে বিপাকহার বাড়ায় এই চা, অপরদিকে হজমের সমস্যাও দূর করে। অনেকেই জানেন না, এই চায়ের মধ্যে লুকিয়ে রয়েছে ত্বক উজ্জ্বল করার রহস্য। বার্ধক্যের ছাপ কমিয়ে ত্বকের জেল্লা ফেরাতে গ্রিন টি মুখে লাগাতে পারেন।

গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়ে। ত্বক ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গ্রিন টি। শুধু তাই নয়, তেলতেলে ত্বক ও ব্রণর হাত থেকেও মুক্তি দেয় এই চা। সেই সঙ্গে ত্বকের প্রদাহ কমায় গ্রিন টি।

জেনে নিন কীভাবে ত্বকে গ্রিন টি ব্যবহার করবেন—

টোনার: মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার পর ত্বকে টোনার দেওয়া জরুরি। যা ত্বকের গভীরে গিয়ে ধুলো এবং ময়লা পরিষ্কার করে। তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণ করে। ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। গ্রিন টি বানিয়ে তা স্প্রে বোতলে ভরে রাখতে হবে। যখনই মুখ পরিষ্কার করবেন, তারপর ত্বকে স্প্রে করে নিতে পারেন গ্রিন টি।

এক্সফোলিয়েটর: সবুজ চায়ের তৈরি এক্সফোলিয়েটর ত্বক থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করে। মৃত কোষ দূর করে গ্রিন টি-র স্ক্রাবার। কয়েকটা গ্রিন টিয়ের পাতা অল্প জলে ভেজান। এরপর ওই মিশ্রণটি যে কোনও ফেসওয়াশের সঙ্গে মেশান। এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর ২ মিনিট স্ক্রাবিং করুন। এরপর মুখ ধুলেই পাবেন উজ্জ্বল ত্বক।

ফেসপ্যাক: যে কোনও সময় ত্বক পরিষ্কার করতে ও ত্বকের জেল্লা বাড়াতে বেশ কার্যকরী গ্রিন টি। ২ টেবিল চামচ গ্রিন টিয়ের লিকারের সঙ্গে মধু ও টক দই মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুতে হবে। এই ফেসপ্যাক ত্বকের যাবতীয় সমস্যা দূর করে।