DIY Hair Spray: নুন দিয়ে শুধু রান্নাই নয়, করুন কেশচর্চাও! এ ভাবে ব্যবহার করে পান রেশমি চুল
ঢেউখেলানো, উজ্জ্বল ও সুন্দর চুল চাইলে দামি দামি পণ্য না ব্যবহার করলেও চলবে। নাম মাত্র খরচ করেই নিজের চুল বানিয়ে নিতে পারেন আকর্ষণীয়। তার জন্য কাজে লাগান নুন।

চারিদিকে যে পরিমাণে দূষণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে চুলের হাল আরও বেহাল হয়ে চলেছে। ঢেউখেলানো, উজ্জ্বল ও সুন্দর চুল চাইলে দামি দামি পণ্য না ব্যবহার করলেও চলবে। নাম মাত্র খরচ করেই নিজের চুল বানিয়ে নিতে পারেন আকর্ষণীয়। তার জন্য কাজে লাগান নুন। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে, নুন দিয়ে আবার কেমন করে কেশচর্চা হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আসলে যেমন, তেমন নুন নয়, পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল হয়। চুলের চিটচিটে ভাব কমাতে সাহায্য করে পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে। এই স্প্রে কীভাবে বানাবেন? ১ কাপ পিঙ্ক সল্টের স্ফটিক, অ্যালো ভেরা জেল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, মিনারেল ওয়াটার, স্প্রে বোতল ও ফানেল।
পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে – একটি ফানেল ব্যবহার করে ফাঁকা স্প্রে বোতলে ভরে এক কাপ পিঙ্ক সল্ট ঢেলে দিতে হবে। এ বার বোতলে ৫-৬ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল যোগ করতে হবে। তারপর ১-২ কাপ জল এবং হাফ কাপ অ্যালো ভেরা জেল মেশাতে হবে। এরপর ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। সবকিছু মিশে গেলে তা ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। বেশ কয়েকবার এই স্প্রে ব্যবহার করলে ধীপে ধীরে পিঙ্ক সল্ট সম্পূর্ণ দ্রবীভূত হলে মিশ্রণটি গোলাপি রং ধারন করবে। এই স্প্রে চুলকে স্যালোঁর মতো চকচকে করে তুলবে।
