আয়ারল্যান্ডবাসীদের জন্য সুখবর। তিন মাসের বন্দীদশা অবশেষে ঘুচতে চলেছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন মঙ্গলবার জানান পরের মাস অর্থাৎ এপ্রিল থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা লাঘু থাকবে মে পর্যন্ত।
মার্টিন বলেন,“এই ভয়াবহ পরিস্থিতির চুড়ান্ত পর্যায়ে আমরা। সাবধানে থেকে ভ্যাকসিনেশনের কর্মসূচি শুরু করলে আবার আমরা স্বাধীনভাবে থাকতে পারব।গরমের শেষে আবার স্বাধীনভাবে বাঁচব।”
আরও পড়ুন :গরমকালে কীধরনের পোশাক বেছে নেবেন, রইল টিপস
ডিসেম্বরের শেষ থেকে আয়ারল্যান্ডে তৃতীয় দফা লকডাউন শুরু হয়। সব রেস্তোরাঁ, পাবগুলি বন্ধ করে দেওয়া হয়।সবাইকে বাড়িতে থাকতে বলা হয় সরকার থেকে।
তবে, ১২ এপ্রিল থেকে দেশের বিভিন্নপ্রান্তে যাতায়াত করতে পারবেন সকলে। যে কোনও পরিবারের দুই জন সদস্য শুধুমাত্র বাড়ির বাইরে বেরোতে পারবেন। কিছু অসমাপ্ত কনস্ট্রাকশনের কাজ শেষ করারও অনুমতি মিলেছে।
শিক্ষার্থীরা ইতিমধ্যেই দফায় দফায় পড়াশুনা শুরু করে দিয়েছে। ১২ এপ্রিল থেকে পুরোদমে শুরু হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
আরও পড়ুন :৬ দিনের টিউলিপ ফেস্টিভ্যালের জন্য পর্যটকদের আহ্বান জানাচ্ছে কাশ্মীর