৬ দিনের টিউলিপ ফেস্টিভ্যালের জন্য পর্যটকদের আহ্বান জানাচ্ছে কাশ্মীর
টিউলিপ ফেস্টিভ্যালের মধ্যে দিয়েই কাশ্মীরে পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াবে বলেই মনে করছে নানা মহল।
৩ এপ্রিল, ২০২১-এ কাশ্মীরে টিউলিপ ফেস্টিভ্যাল উদযাপিত হবে। পাহাড়ের মাঝে, মেঘের চাদরে ঢাকা রঙিন এক একজিবিশন। জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা, এক রবিবারের সুন্দর বিকেলে এই প্রস্তাব রাখেন। ফেস্টিভ্যালে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে রোজ। স্থানীয় শিল্পী থেকে শুরু করে জাতীয় শিল্পী থাকবেন সেখানে। নানা দেশের নানা আর্টিস্ট তাঁদের হস্তশিল্প বিক্রি করার সুযোগ পাবেন। কমবেশি ২৫টা স্টল থাকবে। কাশ্মীরের ট্র্যাডিশনাল জিনিস, জামা-কাপড়, গয়না থেকে শুরু করে খাবার-দাবার.. সবকিছুই পাওয়া যাবে এই ফেস্টিভ্যালে।
অন্যান্য রাজ্য থেকে এখানে এসে নিজেদের রাজ্যের স্থানীয় জিনিস এক্সিবিশনে দেখানোর সুযোগ পাবেন আর্টিস্টরা। সঙ্গে থাকবে ভিনরাজ্যের হ্যান্ডলুম কালেকশন। শের-ই-কাশ্মীর এই রঙিন এক্সিবিশনে লাইট অ্যান্ড সাউন্ড শো করবে। হরি প্রভাত ফোর্টে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনুষ্ঠানটি।
কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, হাউসবোট ফেস্টিভ্যালের পর কাশ্মীরে এটাই সবচেয়ে বড় উৎসব। হাউসবোট ফেস্টিভ্যালে কাশ্মীরে প্রচুর লোকের সমাগম হত একসঙ্গে। কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্ট এই উৎসবকে কেন্দ্র করে পর্যটকের সমাগম আশা করছে। করোনার পরে টিউলিপ ফেস্টিভ্যালের মধ্যে দিয়েই কাশ্মীরে পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াবে বলেই মনে করছে নানা মহল।