বাঙালির জীবনে ঢুকে পড়ল গ্রীষ্মকাল। চৈত্র সেল শেষ হওয়ার আগেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই মরশুমে সবচেয়ে বেশি ভোগান্তি হয় তৈলাক্ত ত্বকের। যাঁদের ত্বকে তেলের ভাগ বেশি, তাঁদের সমস্যা আরও বাড়ে গরমকালে। তৈলাক্ত ত্বকের উপর জমতে থাকে তেল, ঘাম, ধুলোবালি। রোমকূপের মুখ বন্ধ হয়ে বাড়তে থাকে ব্রণর সমস্যা। আর ব্রণ মানেই প্রদাহ, ব্যথা, ফোলাভাব, লালচে ভাব। এসব সমস্যা এড়াতে গেলে এই গরমে ঘরোয়া টোটকার সাহায্য নিন।
মুলতানি মাটি ফেসপ্যাক: ২ চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ফেসপ্যাক ঘন করার জন্য এতে গোলাপ জল মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ফেসপ্যাক ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু পরিষ্কার করে দেয়। এতে তেলতেলে ভাবের পাশাপাশি ব্রণর সমস্যাও কমে। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
হলুদ ও মধুর ফেসপ্যাক: ১ চামচ টক দই, ১ চামচ মধু, এক চিমটে হলুদ এবং ১ চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। হলুদ ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। টক দই ত্বককে এক্সফোলিয়েট করে। মধুর মধ্যেও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণর প্রদাহ কমায়। অন্যদিকে, লেবুর রসে ব্লিচিং এজেন্ট রয়েছে, যা ব্রণর দাগ দূর করে। এই ফেসপ্যাক সপ্তাহে দু’বার ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা ও পেঁপের ফেসপ্যাক: ২ চামচ পাকা পেঁপের পেস্ট নিন। এতে ২ চামচ বেসন ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এই ফেসপ্যাক ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। পেঁপের মধ্যে থাকা এনজাইম ত্বককে এক্সফোলিয়েট করার মাধ্যমে তেল নিয়ন্ত্রণ করে। এতে ব্রণর সমস্যাও কমে যায়। অন্যদিকে, অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং ব্রণ প্রতিরোধ করে।