Shruti Hassan Hair: শ্রুতি হাসানের মতো কালো, ঘন চুল চান? রহস্য জানালেন অভিনেত্রী নিজেই
Shruti Hassan Hair: শ্রুতি হাসান এসেছিলেন 'The Ranveer Show' পডকাস্টে। সেখানেই তিনি ভাগ করে নিয়েছেন তাঁর সুন্দর, লম্বা ঘন কালো মসৃণ চুলের পিছনের রহস্য। কী বলেন তিনি?

একাধারে তিনি অভিনেত্রী, তিনি গায়িকা তিনি হলেন সকলের প্রিয় শ্রুতি হাসান। যার একটা ছবি ঝড় তোলে অনুরাগীদের হৃদয়ে। সম্প্রতি শ্রুতি হাসান এসেছিলেন ‘The Ranveer Show’ পডকাস্টে। সেখানেই তিনি ভাগ করে নিয়েছেন তাঁর সুন্দর, লম্বা ঘন কালো মসৃণ চুলের পিছনের রহস্য। কী বলেন তিনি?
পডকাস্ট চলাকালীন এক সময়ে হোস্ট রণবীর এলাহাবাদিয়া শ্রুতিকে জিজ্ঞাসা করেন তাঁর সুন্দর চুলের রহস্য কী? তখন শ্রুতি এমন একটা জিনিসের কথা বলেন, বলেন, যা বাস্তবে খুবই সাধারণ। শ্রুতি বলেন, “তিল তেল। ব্যস, সেটাই।”
চুলের যত্ন কীভাবে নেন শ্রুতি? সেই সম্পর্কে আরও বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “এটাই আমার প্রাকৃতিক চুলের রং। আমি শুধু তেল ব্যবহার করি—শুধু তিল তেল। মাঝে মাঝে মেজাজের উপর নির্ভর করে নারকেল তেল বা বাদাম তেল মিশিয়ে নিই। কিন্তু আসল কাজটা করে তিল তেল।”
চুলের যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে শ্রুতি বলেন, “প্রতিবার চুল ধোওয়ার আগে আমি তেল লাগাই। আমি প্রতিদিন চুল ধুই না, কারণ প্রতিদিন চুল ধোয়া ঠিক নয়। যদি শ্যুটিং থাকে, তাহলে আগের রাতে তেল মেখে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে ধুয়ে বেরিয়ে যাই।”
শ্রুতি বলেন, “এই তেলই আমার রক্ষাকবচ। আমি বলছি, সবই তেলের ব্যাপার। তেলই সব কিছু।”
তিল তেল মাখলে কী কী হয় জানেন?
১. তিল তেলে রয়েছে ভিটামিন E, B কমপ্লেক্স এবং ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এগুলো মাথার তালুতে গভীরভাবে প্রবেশ করে, চুলের গোঁড়াকে পুষ্টি দেয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
২. তিল তেলের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রক্তসঞ্চালন উন্নত করে, চুলের গোঁড়া মজবুত করে এবং স্ট্রেস, শুষ্কতা বা দুর্বল গোঁড়া থেকে চুল পড়া কমায়।
৩. শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলে তিল তেল দারুণ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। চুলকে নরম, মসৃণ ও সহজে পরিচালনযোগ্য করে তোলে। নিয়মিত ব্যবহারে স্প্লিট এন্ড বা চুলের ডগা ফাটা দূর হয়।
৪. তিল তেল চুলের গায়ে একটি সুরক্ষামূলক প্রলেপ তৈরি করে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ ও তাপের প্রভাবে চুল ভেঙে যাওয়া বা রুক্ষ হওয়া রোধ করে।
৫. তিল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ খুশকির সমস্যায় উপশম আনে, চুলকানি কমায় এবং মাথার ত্বক সুস্থ রাখে। ছোটখাটো স্ক্যাল্প সংক্রমণও উপশম হয়।
