Moisturizer: ত্বক ভাল রাখতে ময়শ্চরাইজার মাখছেন? সঠিক সময়টা জানেন?
Moisturizer: বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। নাহলে পড়তে হতে পারে বঢ় বিপদে। ত্বক কোমল, মসৃণ এবং হাইড্রেটেড রাখতে হলে তাই ময়শ্চারাইজার ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। নাহলে পড়তে হতে পারে বড় বিপদে। ত্বক কোমল, মসৃণ এবং হাইড্রেটেড রাখতে হলে তাই ময়শ্চারাইজার ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভাল ময়শ্চারাইজার বেছে নেওয়াই যথেষ্ট নয়, ঠিক সময়ে তা মাখাও সমান গুরুত্বপূর্ণ। ব্যবহারের ভুলেও হতে পারে হিতে বিপরীত।
১। স্নানের পর – স্নানের পরে ত্বক দ্রুত শুকিয়ে যেতে থাকে। এই সময় ত্বকে হালকা আর্দ্রতা থাকে, যা ময়শ্চারাইজার ভালভাবে ধরে রাখতে সাহায্য করে। তাই স্নান করে তোয়ালে দিয়ে মুছে, ১–২ মিনিটের মধ্যেই ময়শ্চারাইজার মাখা উচিত।
২। রাতে ঘুমোতে যাওয়ার আগে – রাতে শরীরের কোষপুনর্গঠন সবচেয়ে বেশি হয়। তাই বেডটাইম স্কিন কেয়ারে ময়শ্চারাইজার অপরিহার্য। বিশেষ করে শুষ্ক বা সংবেদনশীল ত্বক হলে, ঘুমানোর আগে হালকা বা গভীর হাইড্রেশনযুক্ত ময়শ্চারাইজার লাগানো ভাল।
৩। রোদে বাইরে বেরোনোর আগে – সূর্যরশ্মি ত্বককে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত করে। তাই ময়শ্চারাইজার ত্বককে সুরক্ষা দেয় এবং SPF থাকলে সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করে। সানস্ক্রিন লাগানোর ১৫ মিনিট আগে ময়শ্চারাইজার মাখুন।
৪। মুখ ধোওয়ার পরে – প্রতিবার ক্লেনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পরে ত্বক তার প্রাকৃতিক তেল হারায়। তাই মুখ ধোওয়ার পরে ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করা উচিত।
মনে রাখবেন, ত্বক শুষ্ক হলে দিনে ২ বার ময়শ্চরাইজার লাগান। অতিরিক্ত তৈলাক্ত ত্বক হলেও জেল বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বক যতটা কোমল রাখতে চান, ততটাই জরুরি ঠিক সময়ে এবং নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার।
