AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Make Up Tips: লিপগ্লস, লিপস্টিক নাকি লিপবাম— আপনার ঠোঁটের জন্য উপযুক্ত কোনটা? বুঝবেন কীভাবে?

Make Up Tips: গোলাপি, কোমল, নরম ঠোঁট কে না পছন্দ করে বলুন? তবে মনের মতো ঠোঁট পেতে হলে তো চাই তার যথাযথ যত্ন। তা না হলে ঠোঁট হয়ে পড়ে ফ্যাকাসে, রুক্ষসূক্ষ্ম হয়ে পড়ে। তবে ঠোঁট সজেজ রাখতে ঠোঁটের সৌন্দর্য ও সুরক্ষার জন্য অনেকে লিপবাম, লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করেন।

Make Up Tips: লিপগ্লস, লিপস্টিক নাকি লিপবাম— আপনার ঠোঁটের জন্য উপযুক্ত কোনটা? বুঝবেন কীভাবে?
| Updated on: Jul 28, 2025 | 1:55 PM
Share

গোলাপি, কোমল, নরম ঠোঁট কে না পছন্দ করে বলুন? তবে মনের মতো ঠোঁট পেতে হলে তো চাই তার যথাযথ যত্ন। তা না হলে ঠোঁট হয়ে পড়ে ফ্যাকাসে, রুক্ষসূক্ষ্ম হয়ে পড়ে। তবে ঠোঁট সজেজ রাখতে ঠোঁটের সৌন্দর্য ও সুরক্ষার জন্য অনেকে লিপবাম, লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করেন। এই তিনটি প্রসাধনীই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রতিটির কাজ আলাদা। প্রত্যেকটি নির্দিষ্ট ধরনের ঠোঁটের জন্য বেশি উপযোগী। সঠিকটি বেছে নিতে হলে জানতে হবে আপনার ঠোঁটের ধরন ও প্রয়োজন অনুযায়ী কোনটি সবচেয়ে কার্যকর।

১. লিপবাম – লিপবাম ফাটা ও শুষ্ক ঠোঁটের জন্য আদর্শ। যাঁদের ঠোঁট শুষ্ক, ফাটা, সংবেদনশীল বা রুক্ষ তাঁরা লিপবাম ব্যবহার করতে পারেন। লিপবাম মূলত ঠোঁটকে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। এতে সাধারণত শিয়া বাটার, মোম, অ্যালোভেরা, ভিটামিন ই ইত্যাদি উপাদান থাকে, যা ঠোঁটকে সারিয়ে তোলে। শীতকালে বা যারা সারাদিন এয়ারকন্ডিশনড পরিবেশে থাকেন, তাঁদের জন্য নিয়মিত লিপবাম অপরিহার্য। যদি ঠোঁটে রং পছন্দ না হয় তাহলে রঙহীন বা হালকা রঙের লিপবাম ব্যবহার করতে পারেন।

২. লিপস্টিক – শখের ঠোঁটকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতেই মূলত লিপস্টিক ব্যবহার করা হয়। তবে যাঁদের ঠোঁট এমনিতে ভাল কিন্তু একটু শুষ্ক প্রকৃতির তাঁদের জন্য উপকারী লিপস্টিক। লিপস্টিক মূলত ঠোঁটে রঙ, গ্ল্যামার ও এক্সপ্রেশন যোগ করে। আপনার পছন্দ মতো ম্যাট, ক্রিমি বা স্যাটিন ফিনিশের লিপস্টিক ব্যবহার করতে পারেন। অনুষ্ঠানে হোক বা অফিস কিংবা ফ্যাশন লুকে মাত করতে লিপস্টিক কিন্তু অপরিহার্য। তবে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম লাগানো জরুরি, না হলে ঠোঁট আরও শুষ্ক হতে পারে।

৩. লিপগ্লস – যাঁরা হালকা রঙ ও চকচকে ঠোঁট পছন্দ করেন তাঁদের জন্য লিপগ্লস উপযুক্ত। রুক্ষ নয় এমন ঠোঁটের জন্য উপযুক্ত লিপগ্লস। লিপগ্লস ঠোঁটে হালকা রঙ ও গ্লসি ইফেক্ট এনে দেয়, যা ঠোঁটকে আরও পূর্ণ, মসৃণ এবং আকর্ষণীয় করে তোলে। প্রেমিকের সঙ্গে ক্যাজুয়াল আউটিংয়ে কিন্তু কয়েকগুণ পারদ চড়িয়ে দিতে পারে আপনার লিপগ্লস লুক। লিপস্টিকের ওপরেও আরও উজ্জ্বলতার জন্য ব্যবহার করতে পারেন লিপগ্লস। মনে রাখবেন খুব বেশি ঘন গ্লস ব্যবহার করলে ঠোঁট চিটচিটে লাগতে পারে, তাই স্বল্প পরিমাণে ব্যবহার করুন।