মাধুরী দীক্ষিত নেনে গোলাপি এম্বয়ডারি করা লং স্কার্টে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। তার সঙ্গে সাদা সিল্কের টপে একটা বোহেমিয়ান লুক এসেছে নায়িকার। তাঁর এই লুক নিয়ে নেটিজ়েনদের মধ্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। গরমের অনুষ্ঠানের জন্য ফ্যাশন গোল সেট হয়ে উঠেছে এই ফ্যাশন।
দ্য ট্র্যাডিশনাল গারা এম্বয়ডারি ভারতে এসেছিল, যখন পারসিরা দেশ থেকে চিনের সঙ্গে বাণিজ্য করতে যেত। সেখানে তারা ব্রিটিশদের সঙ্গে প্রচুর পণ্য কেনা-বেচা করত। তারা ব্রিটিশদের পণ্যগুলি ফিরিয়ে এনেছিল এ দেশে। জাহাজে ফেরার সময় এই এম্ব্রয়ডারি সংস্থা ইংরেজ এবং চিনের ফ্যাশন ফিউশন করে এক নতুন ফ্যাশন তৈরি করেন।
আরও দেখুন: ইকো-ফ্রেন্ডলি জামা: মাশরুম দিয়ে তৈরি এই জামার টেকসই বেশি
মুম্বাইয়ে এখন দ্য ট্র্যাডিশনাল গারা এম্বয়ডারি নতুন আউটলেট খুলেছে। পারসিরা এখন এই ঐতিহ্যবাহী লুক শাড়িতেও করছেন। ১৯১০ থেকে ১৯৩০ সময়টা এই নকশার জন্য মোটামুটি সুবর্ণযুগ বলে ধরা হয়।
সম্প্রতি মাধুরী দীক্ষিত নেনে এই বোহেমিয়ান পারসি পোশাকে সোশ্যাল মিডিয়া জু ড়ে ভাইরাল। অভিনেত্রী পারসি পোশাককে প্রচার করতেই এই পোশাক পরেছেন বলে দাবি তাঁর। নেনে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলেই এই পোশাক পরা ছবি পোস্ট করেন।