DIY: কয়েক পিস লবঙ্গ দিয়ে বানান ম্যাজিক জল, ত্বক-চুলের সমস্যা নিমেষে হবে গায়েব!
লবঙ্গ জল একদিকে ত্বকের নানা সমস্যা যেমন দূর করতে পারে, পাশাপাশি চুলও করে দ্বিগুণ লম্বা। সেইসঙ্গে খুশকিও করবে দূর। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে বানাবেন লবঙ্গ জল (Clove water)। তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

ছোট্ট এক টুকরো লবঙ্গর গুণ যে মারাত্মক, তা অনেকের অজানা। লবঙ্গ খেলে একদিকে যেমন শরীরের নানা সমস্যা দূর হয়, তেমনই এটি সঠিক উপায়ে ব্যবহার করলে ত্বক (Skin Care) ও চুলের (Hair Care) সমস্যাও নিমেষে হবে গায়েব। এর জন্য বানিয়ে নিতে হনে সুন্দর করে লবঙ্গ জল। যা একদিকে ত্বকের নানা সমস্যা যেমন দূর করবে, পাশাপাশি চুল করবে দ্বিগুণ লম্বা ও খুশকি করবে দূর। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে বানাবেন লবঙ্গ জল (Clove water)। নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
লবঙ্গ জল বানানোর উপকরণ
জল ২ গ্লাস, এক চামচ লবঙ্গ, গোলাপ জল ২ চামচ, অ্যালোভেরা জেল ১ চামচ, টি ট্রি এসেনশিয়াল অয়েল (৬-৮ ফোঁটা)।
লবঙ্গ জল বানানোর পদ্ধতি
প্রথমে ২ গ্লাস জল একটি প্যানে ঢেলে নিন। এরপর ওই জলের মধ্যে ঢেলে দিন এক চামচ লবঙ্গ। এই জল ১০-১৫ মিনিট ভাল করে ফুটিয়ে নিন। সুন্দর সোনালি রং হয়ে যাবে জলের। এরপর ওই জল ছেঁকে নিতে হবে। এরপর সেই লবঙ্গ জলে মিশিয়ে দিতে হবে ২ চামচ গোলাপ জল। এর ফলে ওই জলের গন্ধ আরও ভাল হবে। এরপর ওই জলের মধ্যে দিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল। এটি স্ক্যাল্প ও ত্বক দুটোরই যত্ন নেয়। এরপর ওই জলের মধ্যে ৬-৮ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল দিতে হবে। এর মধ্যে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করে আর স্ক্যাল্পে কোনওরকম ইনফেকশন হতে দেয় না। বরং চুলের বৃদ্ধি হয় দ্রুত। আর খুশকিও দূর করতে সাহায্য করে। সবশেষে এই জলটি একটি স্প্রে বোতলে ঢেলে নিন। তা সারা দিনে ত্বকে ও স্ক্যাল্পে ২-৩ বার স্প্রে করতে হবে। তা হলেই পাবেন দাগছোপহীন ত্বক ও ভাল হবে চুলের স্বাস্থ্য।
